চট্টগ্রাম সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

প্রধানমন্ত্রীর সাহায্য কামনা মুক্তিযোদ্ধা এম ইসলামের

নিজস্ব সংবাদদাতা, পটিয়া

৬ মে, ২০১৯ | ১:৩৮ পূর্বাহ্ণ

জুলধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা এম এন ইসলাম বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ২৩ এপ্রিল থেকে চমেক হাসপাতালের নিওরোলজি প্রফেসর ডা. রবিউল করিমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
মুক্তিযোদ্ধা ইসলাম পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক এই কমান্ডার দক্ষিণ জেলা আ. লীগ ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণসহ প্রায় দেড় বছর কারাগারে ছিলেন।
সুচিকিৎসার জন্য মুক্তিযোদ্ধা এম এন ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট