আনোয়ারা উপজেলার উত্তর পরুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গত ৪ মে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযোদ্ধা আবদুল মোতালেবের সভাপতিত্বে ও মুনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুহাম্মদ মুছা, লিয়াকত আলী, নিলুফার আক্তার, তাহরিমুন্নাহার, ইউসুফ, আবদুস সোবহান, সিরাজুল মোস্তফা, নিজামুল করিম চৌধুরী, কামরুল ইসলাম, জাহেদুল হক, সিরাজুল মোস্তফা, মিজানুর রহমান, ইদ্রিস তালুকদার, শফিকুল ইসলাম ও লিয়াকত আলী। বক্তারা বলেন, মাস্টার নুরুল ইসলামের ওপর হামলাকারীদেরকে গ্রেপ্তার করে অবিলম্বে আইনের আওতায় কঠোর শাস্তি নিশ্চিত করা হোক। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।