চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ডেঙ্গু আক্রান্তে বান্দরবানে চেয়ারম্যানের স্ত্রীর মৃত্যু

বান্দরবান সংবাদদাতা

১২ সেপ্টেম্বর, ২০১৯ | ৭:৫৯ পূর্বাহ্ণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে বান্দরবানের রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমার স্ত্রী দমে চিং মারমা (২৪) চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের সি এস সি আর হাসপাতাল তিনি মারা যান।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার তাকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।

পারিবারিক সূত্র জানিয়েছে গত সপ্তাহে রুমা উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী দমে চিং মারমা বেবী জ্বরে আক্রান্ত হলে স্থানীয়ভাবে পরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়ে। পরে অবস্থার অবনতি হলে তাকে বান্দরবান হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে তার মৃত্যুতে বান্দরবানের রুমা উপজেলায় সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য বান্দরবানে এ পর্যন্ত ২০ জনেরও বেশি আক্রান্ত হয়েছে।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট