চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

নেতৃবৃন্দের শোক বিএনপি নেতা টিংকু দাশের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০১৯ | ২:২৭ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির দপ্তর সম্পাদক টিংকু দাশ গত মঙ্গলবার ভোর ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি ১ পুত্র সন্তান, স্ত্রী, মা, ভাইবোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন বিকাল ৪টায় টিংকু দাশের মৃতদেহ নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে শেষ শ্রদ্ধা জানানোর জন্য আনা হয়। চট্টগ্রামের সর্বস্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী তার মৃতদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় নেতৃবৃন্দ তার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ এবং শ্রদ্ধা জানানো শেষে তার মৃতদেহ বলুয়ারদিঘির পাড়াস্থ শ্মশানে শেষকৃত্যনুষ্ঠানের জন্য নিয়ে যাওয়া হয়।

শোক প্রকাশ : টিংকু দাশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও সি. সহ সভাপতি আবু সুফিয়ান প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, টিংকু দাশ ছিলেন জাতীয়তাবাদী দলের এক নিবেদিত প্রাণ নেতা। তিনি একজন পরিচ্ছন্ন ও সজ্জ্বন মানুষ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্ব¡ থেকে শুরু করে তার কর্মদক্ষতায় তিনি দলের মহানগরীর গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। ছাত্রদল থেকে উঠে আসা টিংকু দাস নগর বিএনপিকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দলের জন্য তার অবদান বিএনপি আজীবন স্মরণে রাখবে। এছাড়া টিংকু দাশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট