চট্টগ্রাম নগরীর বায়েজিদে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত চলমান অভিযানে নগরীর বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. ইব্রাহিম (২৪), মো. হাসান (২২), মো. শিপন (২৩) ও মো. সাকিল (২৩)।
আজ শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, গত বুধবার (৩১ জানুয়ারি) রাত ৯টার সময় পলিটেকনিক্যাল মোড়ে অক্সিজেন মোড় যাওয়ার জন্য ড্রাইভার ইব্রাহীম খলিলের গাড়িতে যাত্রী সেজে ৪ জন ব্যক্তি ওঠে। পরে ছিনতাই করে নিয়ে যায়। পনের মিনিট পর গাড়ি টেক্সটাইল মোড়ে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বন্ধ ক্যাম্পাসের সামনে পৌঁছালে ১ জন নেমে যাবে বলে গাড়ি থামাতে বলে। ড্রাইভার সিএনজি অটোরিকশাটি থামালে তখন ৪ যাত্রী ড্রাইভারকে সিএনজি অটোরিকশা থেকে ভয় দেখিয়ে জোরপূর্বক টানা হেঁচড়া করে নামিয়ে গাড়িটি ছিনতাই করিয়া অক্সিজেনের দিকে নিয়ে যায়।
তিনি জানান, খবর পেয়ে গাড়ি মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল দুপুরে ঘটনায় সরাসরি জড়িত ইব্রাহিম ও মো. হাসানকে বায়েজিদ থানাধীন বাংলাবাজার এলাকা থেকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে অভিযুক্ত মো. শিপনকে তার বাসা থেকে আটক করা হয়। আটককৃতদের দেয়া তথ্যমতে সিএনজি অটোরিকশাটি বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকা বি-ব্লক থেকে উদ্ধার করা হয়। পরে গতকাল রাতে তাদের অপর সহযোগী মো. সাকিলকে বায়েজিদ থানাধীন বাংলাবাজার এলাকা থেকে আটক করে তার হেফাজত থেকে সিএনজি অটোরিকশার কাগজপত্র জব্দ করা হয়।
পূর্বকোণ/রাজীব/পারভেজ