চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চসিক প্রকৌশলীদের সাথে মতবিনিময়কালে মেয়র

নগরীর ক্ষতিগ্রস্ত রাস্তাসমূহ দ্রুত সংস্কারের সিদ্ধান্ত

১২ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০১ পূর্বাহ্ণ

চসিক কনফারেন্স হলে গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের প্রকৌশলীদের সাথে মতবিনিময় করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এসময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব আবু শাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, মনিরুল হুদা, আবু সালেহ, কামরুল ইসলাম, ঝুলন কুমার দাশ, নির্বাহী প্রকৌশলী আবু সিদ্দিক, আবু সাদাত মো. তৈয়ব, ফরহাদুল আলম, শাহীনুল ইসলাম, মঞ্জুরুল হক তালুকদার, অসীম বড়–য়া, বিপ্লব দাশ, মির্জা ফজলুল কাদেরসহ উপ সহকারী প্রকৌশলী ও রাস্তা পরিদর্শকগণ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে সিটি মেয়র নগরীতে ওয়াসা কর্তৃক কর্তনকৃত এবং বর্ষার কারণে ক্ষতিগ্রস্ত রাস্তাসমূহের তালিকা তৈরি করে দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও মেরামত করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দেন। মেয়র লাভ লেইন থেকে সিনেমা প্যালেস, জামালখান সেন্টমেরিস স্কুলের মোড় থেকে চন্দনপুরা গণি বেকারী, কলেজ রোড, বৌদ্ধ মন্দির, মোমিন রোড, সিরাজদৌলা রোড, নিউ মার্কেট, ফলমুন্ডি, কদমতলি ইত্যাদি ক্ষতিগ্রস্ত রাস্তাসমূহ পেইভার মেশিন কিংবা ম্যানুয়েল এবং প্যাচওয়ার্কের মাধ্যমে আগামী ৩ দিনের মধ্যে মেরামত কাজ সম্পন্ন করার তাগিদ দেন। এ প্রসঙ্গে তিনি চট্টগ্রামে টি-২০ ক্রিকেট ম্যাচ এবং শহীদ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাব ফুটবল অনুষ্ঠানের কথা উল্লেখ করে বলেন, এই শহরে দেশি বিদেশি অনেক খেলোয়াড় ও অতিথির আগমন ঘটবে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে চট্টগ্রামের রাস্তা-ঘাট,

নালা-নর্দমা, ফুটপাত, গোলচত্বর সমূহ আকর্ষণীয় করে তুলতে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান মেয়র। তিনি প্রকৌশলীদের নগরীর রাস্তা সমূহ সরেজমিনে পরিদর্শনের কথা উল্লেখ করে বলেন, নগরীর কোন কোন রাস্তায় খানা-খন্দক, গর্ত, ওয়াসা কর্তৃক রাস্তা কর্তন করা হয়েছে, তার একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে অগ্রাধিকার ভিত্তিতে মেরামতে নেমে পড়ার দিক নির্দেশনা দেন। এই তালিকানুযায়ী কাজ সম্পন্ন হচ্ছে কিনা তা তদারকি করার জন্য মেয়র প্রধান নির্বাহী কর্মকর্তা ও তাঁর একান্ত সচিবকে দায়িত্ব দেন। সিটি মেয়র বলেন, নগরীর সকল রাস্তার অবস্থা বেশি খারাপ হওয়া নিয়ে কোন খোড়া অযুহাত মেনে নেয়া হবে না।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট