চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বিজিসি ট্রাস্ট ভার্সিটিতে ডেঙ্গু সচেতনতা বিষয়ক প্রোগ্রাম

১২ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫২ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি এর ব্যবসায় প্রশাসন অনুষদের স্যোশ্যাল রেসপনসিবিলিটি ক্লাব ও বিজনেস স্টুডেন্ট সোসাইটি (বিএসএস) এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন কর্মসূচি সম্পর্কিত সচেতনতা বিষয়ক এক প্রোগ্রাম প্রোগ্রামের আহবায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক ধীমান বড়ূয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভাসিটি উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ এন এম ইউসুফ চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর রনজিত কুমার দে, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, বিবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর ড. মো. সরওয়ার উদ্দীন, এমবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর ও সহযোগী অধ্যাপক কামাল উদ্দীন, ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর ডাইরেক্টর সৌমেন চক্রবর্তী, সহকারী রেজিস্ট্রার অজয় মজুমদার। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, যে কোন রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। আমরা যদি নিজেরা নিজেদের অবস্থান থেকে একটু সচেতন হই তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা সহজ হবে। দিনব্যাপী অনুষ্ঠিত উক্ত প্রোগ্রামে র‌্যালি, সচেতনতামূলক লিফলেট বিতরণ, মশা নিধক স্প্রে করণ, ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্ন করণসহ এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট