চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সাক্ষরতা দিবসে জেএসইউএস নির্বাহী

উন্নত জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভায় জেএসইউএস নির্বাহী পরিচালক বলেন, উন্নত জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। গত সোমবার বিকেল তিনটায় নগরীর দেওয়ানবাজার জেএসইউএস-এর প্রধান কার্যালয়ে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৯’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সরকারের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সার্বিক সহায়তায় যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) সেকেন্ড চান্স এডুকেশন প্রকল্পের অধীনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেএসইউএস-এর নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক কবি ও শিশুসাহিত্যিক সাঈদুল আরেফীন, সিনিয়র এসিস্টেন্ট ডিরেক্টর এম এ আসাদ, এসিস্টেন্ট ডিরেক্টর মো. শহীদুল ইসলাম, এসিস্টেন্ট কো-অর্ডিনেটর মধু পুরোহিত, ফিল্ড কোঅর্ডিনেটর মুনজিলুর রহমান, এসডিপির প্রোগ্রাম ম্যানেজার আরিফুর রহমান, সিডিআরপি কল্লোল কান্তি দাশ, সি এম মো. রুবেল, প্রোগ্রাম অফিসার মো. বজলুর রশীদ, মো. মঈনুল আরেফীন, সালাউদ্দিন মামুন, মো. আরিফ খান, ওয়াহিদুল আলম, নাসরিন আক্তার, উম্মে রোমানা রুমি ও শামীম আক্তার। অনুষ্ঠানের শুরুতে এসসিই প্রকল্পের সাফল্য নিয়ে পরিচালক সাঈদুল আরেফীন বলেন, অত্যন্ত সুন্দরভাবে প্রকল্পের আওতায় স্কুলগুলো চলমান রয়েছে। কন্যা শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। সরকারের সহযোগী সংগঠন হিসেবে জেএসইউএস শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করছে। আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত হোক এটাই প্রত্যাশা করি। এদিকে, সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় জেএসইউএস-এর প্রতিনিধি ও এসসিই প্রকল্পের শিক্ষার্থীরা এ র‌্যালিতে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তার সাথে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণ যথেষ্ট উৎসাহব্যঞ্জক ও আনন্দদায়ক হয়ে উঠেছে। ইয়াসমীন পারভীন বলেন, সরকার সবার জন্য মানসম্মত শিক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। উন্নত জাতি গঠনে শিক্ষা গুরুত্ব অপরিসীম। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে সকলের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত হোক এটা প্রত্যাশা। জেএসইউএস সূচনা লগ্ন থেকে শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট