চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মেরিন একাডেমিতে সন্ধানীর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

১২ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৫ পূর্বাহ্ণ

মেরিন ব্লাড ফর লাইফ শিরোনামে বাংলাদেশ মেরিন একাডেমীর আয়োজনে ও সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানের আয়োজন করা হয় গতকাল বুধবার। এতে রক্তদান করেন বাংলাদেশ মেরিন একাডেমীর ২২২ জন ক্যাডেট ও কর্মকর্তা।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমির চিফ কমান্ডেন্ট ড. সাজিদ হোসেন। অনুষ্ঠানে ক্যাডেটদের স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বক্তব্য দেন সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক। প্রতিবছরের ন্যায় এবছরও একটি সুন্দর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজনে সহায়তা করার জন্য ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য দেন মেরিন চিফ ড. সাজিদ হোসেন।উল্লেখ্য বাংলাদেশ মেরিন একাডেমি গত বেশ কয়েক বছর এরকম স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানের আয়োজন করে আসছে। ২০১৮ সালে রক্ত দানের পরিমাণ ছিল ৯৮ ব্যাগ, ২০১৭ সালে ৯৭ ব্যাগ এবং ২০১৬ সালে ১৭৩ ব্যাগ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট