চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টল ইয়ুথকয়ারের সাংস্কৃতিক প্রতিযোগিতায় সিটি মেয়র

দেশপ্রেম ও মেধায় পেরিয়ে যাও স্বপ্নের ঠিকানায়

১২ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৫ পূর্বাহ্ণ

শিশু-কিশোরদের উদ্দেশ্যে সিটি মেয়র ও নগর আ. লীগের সা. সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দেশপ্রেম, মমতা, মূল্যবোধ আর মেধা দিয়ে নিজের এবং দেশের স্বপ্নের ঠিকানা পেরিয়ে যাও। তিনি গতকাল বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চট্টল ইয়ুথকয়ার আয়োজিত শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ও রবীন্দ্রসঙ্গীত সম্মিলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সহাস্রাধিক শিশু-কিশোর ও অভিভাবক অংশ নেন। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আরো বলেন, ২০৪১ সালের মধ্যে যে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়েছেন, তা বাস্তবায়নে আজকের এ শিশু-কিশোরদের সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে। তাদের হাত ধরে বাংলাদেশ তাঁর স্বপ্নের ঠিকানায় শুধু পৌঁছে যাবে না, সেই ঠিকানা অতিক্রম করতে পারবে। আর এজন্য প্রয়োজন আমাদের শিশু-কিশোরদের জঙ্গীবাদ, মৌলবাদ,মাদক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে মুক্ত রেখে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করা। অনুষ্ঠান উদযাপন পরিষদের সভাপতি চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুজিত চৌধুরী মিন্টুর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন চট্টল ইয়ুথকয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি অরুণ চন্দ্র বণিক। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ. লীগের সা. সম্পাদক মফিজুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন, প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পঙ্কজ চক্রবর্তী। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সা. সম্পাদক মো. খোরশেদ আলম, সংগঠক এ কে জাহেদ চৌধুরী, সুজিত দাশ অপু, প্রণব রাজ বড়–য়া, রিয়া দাশ চায়না, হিল্লোল দাশ সুমন, মোহাম্মদ হোসেন, সজল দাশ, হানিফুল ইসলাম, সবির আহমদ, সমিরণ পাল, সালাম আকতার শীলা, নারগিস ফাতেমা, প্রিয়াংকা দাশ প্রমুখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিবেদিত শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় নগর ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্কুল-কলেজের সহাস্রাধিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট