চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

উত্তর জেলা আহ্লে সুন্নাতের সভায় অভিমত হোসাইনী সৈনিকরা নীতি ও অঙ্গীকার পালনে অটল

১২ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৪ পূর্বাহ্ণ

আহ্লে সুন্নাত ওয়াল জমা’আত চট্টগ্রাম উত্তর জেলার সভায় বক্তারা বলেছেন, কারবালায় প্রমাণিত হয়েছে পদ ও অর্থ লোভীরা সত্যে অটল থাকতে পারেনি। আর সংখ্যায় কম হওয়া সত্ত্বেও নীতি ও অঙ্গীকারে অটল থেকে জীবন বিসর্জন দিয়েছেন হোসাইনী সৈনিকেরা। তাই কারবালার আলোচনা হওয়ার উদ্দেশ্য হতে হবে সুন্নিয়তের এ আন্দোলনে হোসাইনী আর এজিদী চরিত্রকে পৃথক ভাবে তুলে ধরা। গতকাল বুধবার আহ্লে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ উত্তর জেলার সাধারণ সভায় বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। উত্তর জেলা আহ্লে সুন্নাত ওয়াল জমা’আত এর সিনিয়র সহ-সভাপতি সৈয়দ হাফেজ রুহুল আমিনের সভাপতিত্বে হাটহাজারি বাসস্ট্যান্ড জেবল বিল্ডিংস্থ উপজেলা আহ্লে সুন্নাত ওয়াল জমা’আত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ’র কেন্দ্রীয় মহাসচিব সৈয়্যদ মছিহুদৌলা (মাজিআ)। উত্তর জেলা আহ্লে সুন্নাতের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সৈয়দ খোরশিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী, অধ্যাপক মীর আবদুর রহিম , অধ্যক্ষ আল্লামা আবদুল খালেক আল কাদেরি, মাওলানা কাজী তহিদুল আলম আলকাদেরি, অধ্যক্ষ আবুল বশর সিদ্দিকী, অধ্যক্ষ আল্লামা ইব্রাহিম কাশেম, উপাধ্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল আমিন, উপাধ্যক্ষ মুফতি জসিম উদ্দিন আলকাদেরী, মাওলানা ওবাইদুল মোস্তফা কদমরসুলি, অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নূরি, মাওলানা মুফতি সৈয়দ আবদুর রউফ, মোহাম্মদ হারুন প্রমুখ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট