আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) আইন অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র (ইলা) নির্বাচন সংগঠনের অস্থায়ী অডিটোরিয়ামে সম্পন্ন হয়েছে শনিবার (২৭ জানুয়ারি)। নির্বাচনে মো. আশরাফ ছিদ্দিকি সভাপতি ও মোহাম্মদ লোকমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ইলার প্রধান নির্বাচন কমিশনার সুলতান মোহাম্মদ অহিদ, নির্বাচন কমিশনার আলী আকবর ও অনুপ আইচ টিটুর পরিচালনায় নির্বাচনে মো. ইলিয়াছ লিটন সিনিয়র সহ-সভাপতি, মিরাজ উদ্দিন সহ-সভাপতি, এইচএস সোহরাওয়ার্দী যুগ্ম সম্পাদক, কামরুল হাসান ভ্ঞূা সাংগঠনিক সম্পাদক, শেখ মোস্তফা রহমান সহ-সাংগঠনিক সম্পাদক, আব্দুর রহমান অর্থ সম্পাদক, সোয়াইবুল ইসলাম সহ-অর্থ সম্পাদক, ওমর হাসান প্রচার সম্পাদক, নুরুল আনোয়ার সাংস্কৃতিক সম্পাদক, জোবাইরুল আলম তথ্য ও প্রযুক্তি সম্পাদক, শাহিদা নুর মহিলাবিষয়ক সম্পাদিকা, তৌহিদুর ইসলাম, আব্দুর হান্নান, তারেক আজিজ, ইরফানুল হক, রুবেল পারবেজ, আব্দুল খালেক, মুছা কলিমুল্লাহকে সদস্য নির্বাচিত হন।
নির্বাচন পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পিপি এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এএসএম বজলুর রশিদ মিন্টু, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম জিয়াউদ্দিন প্রমুখ।-বিজ্ঞপ্তি
পূর্বকোণ/পিআর