চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা

বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন চর্চায় সচেষ্ট হতে হবে

১২ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৪ পূর্বাহ্ণ

নগর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের উদ্যোগে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা আগ্রাবাদের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে সংগঠনের সভাপতি ড. নেপাশ দাশগুপ্তের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এডভোকেট কানু রাম শর্মার সঞ্চালনায় সভায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বিষয়ে বক্তব্য রাখেন সা. সম্পাদক অধ্যক্ষ মো. আসলাম হোসেন, দক্ষিণ জেলা সা. সম্পাদক এডভোকেট আবদুর রশিদ, উত্তর জেলা সা. সম্পাদক অধ্যাপক সরুপানন্দ রায়, নগর সহ-সভাপতি এহছানুল আজিম লিটন, উপধ্যক্ষ শ্যামল মজুমদার, আইনজীবী সংগঠন নেতা এডভোকেট মাহবুবুল ইসলাম, এডভোকেট নিতাই চন্দ্র দাশ, এডভোকেট মো. এরশাদ, আ. লীগ নেতা সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, মো. সেকান্দর, আলহাজ মো. নুরুন্নবী, মো. ইসহাক, রওশন রোজী, নজরুল ইসলাম বিপ্লব প্রমুখ। বক্তারা বলেন, শতাব্দীর মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ ও দর্শন চর্চায় সকলকে আরো সচেষ্ট হতে হবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট