চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিভিন্নস্থানে শোহদায়ে কারবালা মাহফিলের আলোচনা সভায় বক্তারা

ইমাম হোসাইনের আত্নত্যাগ সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় প্রেরণা যোগাবে

পূর্বকোণ ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৫ পূর্বাহ্ণ

ইমাম হোসাইনের আত্নত্যাগ যুগে যুগে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় প্রেরণা যোগাবে। বিভিন্নস্থানে আয়োজিত শোহদায়ে কারবালা মাহফিলের আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।

আনজুমান ট্রাস্ট : আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় গত ১০ সেপ্টেম¦র হযরত ইমাম হোসাইন (রা.) এর স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়। ট্রাস্ট’র সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ষোলশহরস্থ আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় সমাপনী দিবস ও পবিত্র গেয়ারভী শরীফ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন। এতে ওয়াজিন হিসেবে তকরীর করেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান ও শায়খুল হাদীস মুফতি মুহাম্মদ ওবাইদুল হক নঈমী প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, বিশ্ব মুসলিম মিল্লাতের জন্য হিজরী বর্ষের প্রথম মাস ‘মর্হরম’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আখেরী নবীর উম্মতদের জন্য হৃদয়বিদারক মর্মস্পর্শী এরকম ঘটনা অভাবনীয়, অসহনীয় ও অকল্পনীয়। ইতোপূর্বে যত ঘটনা ঘটে গেছে এ দিনে সব কিছু ছাড়িয়ে সর্বোচ্চ ধাপে উন্নীত হয়েছে শোহাদায়ে কারবালার ঘটনা।
এতে উপস্থিত ছিলেন, আনজুমান ট্রাস্ট’র এডিশনাল জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল হক, এসিসটেন্ট জেনারেল সেক্রেটারী এস.এম.গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল হক, কাজী শামসুর রহমান,আনজুমান ট্রাস্ট’র নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুল আমিন, নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, মুহাম্মদ আবদুল হামিদ, মুহাম্মদ কমরুদ্দিন সবুর, মুহাম্মদ আবদুল হাই মাসুম, মুহাম্মদ হাসানুর রশীদ প্রমুখ।

উত্তর কাট্টলী : উত্তর কাট্টলী ঈদে মিলাদুন্নবী (দ) উদযাপন পরিষদের উদ্যোগে স্থানীয় আজম ফতেহ জামে মসজিদে গত ৯ সেপ্টেম্বর শাহাদায়ে কারবালা স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব মো. হাছানুর রশিদ আল কাদেরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, কর্ণফুলী ফয়জুল বারি ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মো. খলিলুর রহমান। পরে মুনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে মিলাদ শেষ হয়।

মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন : ১০ মহররম পবিত্র আশুরার দিন দশদিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিলের সমাপনী দিবসের প্রথম সেশন অনুষ্ঠিত হয়েছে উত্তর কাট্টলীস্থ সাবেক মেয়র এম মনজুর আলম এর নিজ বাসভবনে। আহলে বায়তের স্মরণে খতমে কুরআন, খতমে সহীহ বুখারী শরীফ, স্মৃতিচারণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সকাল ১০টায়। আর দ্বিতীয় সেশন বাদ মাগরিব অনুষ্ঠিত হয় সিটিগেইটস্থ মোস্তফা-হাকিম বাগানবাড়ি হযরত আবু বকর জামে মসজিদে।সাবেক মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে ও মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস মুফতি ওবাইদুল হক নঈমী। আলোচক ছিলেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান আল কাদেরী, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা মুফতি মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, মসজিদে তৈয়বিয়ার খতিব মাওলানা সৈয়দ ইউনুছ রজবী, পেশে ইমাম মাওলানা আব্দুল মান্নান ও মাওলানা আবু তাহের নিজামী। আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৪ সীতাকু-ের এমপি দিদারুল আলম, তাহের গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান এম এ তাহের, মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক নিজামুল আলম, সারওয়ার আলম, তাহের গ্রুপের পরিচালক শাহীনুল আলম, মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক ফারুক আজম, সাইফুল আলম, সাহিদুল আলম, উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ বাদশা আলম, মোস্তফা-হাকিম কেজি স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য নেছার আহাম্মদ সহ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার মুফতি, মুহাদ্দেস ও আলেম-ওলামাগণ।
বিশ্ব সুন্নী আন্দোলন : শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন মহানগর শাখার উদ্যোগে লালদিঘি ময়দানে গতকাল এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান ছিলেন, তফসিরুল কোরআন মাশাহেদুল ঈমানের প্রণেতা হাফেজ সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। এতে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ইমাম হায়াত। সমাবেশে ইমাম হায়াত বলেন, ১০ মহররম শাহাদাতে কারবালা দিবস ঈমানী অস্তিত্বের রক্ষক ও মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস।

কাগতিয়া দরবার : বায়েজিদস্থ কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্সে গত ৯ সেপ্টেম্বর ৬৭তম পবিত্র আশুরা মাহফিলে বক্তারা বলেন, কারবালার ঘটনা সর্বকালের সবচেয়ে মর্মান্তিক ঘটনা। এদিন কারবালা প্রান্তরে ইমাম হোসাইন(রা) পরিবারবর্গসহ নিজের জীবন উৎসর্গ করেন, যা মুসলমানদের ইসলামের সত্য, সুন্দর ও ন্যায়ের পথে চলতে আজীবন প্রেরণা যোগাবে। মাহফিলে বক্তব্য রাখেন, আল্লামা মুহাম্মদ আব্দুল হক ও মাওলানা মুহাম্মদ মনসুর প্রমুখ।মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে পবিত্র আশুরা মাহফিল উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বাদে জোহর পবিত্র খতমে কোরআন, বাদে আছর বিভিন্ন দাওয়াত শরীফ, বাদে মাগরিব জিকিরে গাউছুল আজম মোর্শেদী, বাদে এশা- শোহাদায়ে কারবালা শীর্ষক তকরির, মিলাদ, কিয়াম, আখেরী মোনাজাত এবং তাবারুক বিতরণ ।
দরবারে আলীয়া গাউছিয়া নাছের ভা-ার : দরবারে আলীয়া গাউছিয়া নাছের ভা-ার ও গাউছিয়া সাইফিয়া কমিটির উদ্যোগে গত মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাওলানা শাহছুফি সৈয়দ সাইফুল ইসলাম (মাজিআ)। উদ্বোধক ছিলেন মাইজভা-ার দরবার শরীফের গাউছিয়া আমিন মঞ্জিলের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মারুফ বিন কাদের মাইজভা-ারী। প্রধান অতিথি ছিলেন সামারা গ্রুপ অব কোম্পানির এমডি শাহজাদা সৈয়দ রাশেদুল আলম (মাজিআ)। প্রধান বক্তা ছিলেন মাওলানা মুফতি আব্দুস ছালাম বিপ্লবী। বিশেষ অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ আরিফুল ইসলাম (মাজিআ), মুহাম্মদ নুরুল আবছার, মর্তুজা আলী, মুফতি ছালেহ সুফিয়ান ফরহাদাবাদী। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ জিল্লুর রহমান, মাহমুদুর রহমান বাবু, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ শাহাব উদ্দিন, খলিফা আব্দুল আওয়াল, খলিফা মিজানুর রহমান, মোহাম্মদ মামুন, মোহাম্মদ মামুন, মো. কামাল, মো. কালাম, খলিফা মাসুদ মিয়া, খলিফা আব্দুস ছালাম, খলিফা মো. বাবুল (বাগড়া), খলিফা মোহাম্মদ বাবুল (আমড়াতলী), খলিফা মো. উজ্জ্বল, খলিফা মো. খলিল, মো. আল আমীন, মো. খোকন প্রমুখ।

চান্দগাঁও : পূর্ব শমসেরপাড়া হাজী মিন্নত আলী জামে মসজিদে গত ৮ থেকে ১০ সেপ্টেম্বর পবিত্র আহ্লে বাইতে রাসুল (দ.) স্মরণে ৩দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহ্ফিল কাজী মুহাম্মদ আবুল কাসেম নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি ও কাসেম নূর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান হাসান মাহমুদ চৌধুরী সিআইপি। বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ সাইফু, চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সহ-সভাপতি আহসানুল করিম, শমসের পাড়া মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আইয়ুব, হাজী মিন্নাত আলী জামে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আজিম, নুর মোহাম্মদ সওদাগর, মোহাম্মদ রফিক কোম্পানী, মোহাম্মদ ইসমাইল সওদাগর। বক্তব্য রাখেন মাওলানা নাছির উদ্দিন আল-বারী, মাওলানা ওয়াহিদুর রহমান আলকাদেরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা সেকান্দর হোসেন আলকাদেরী, মাওলানা নাছির উদ্দিন, জমির সওদাগর, এমরান সওদাগর, মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ শাহজাহান সওদাগর, সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলুল করিম, মুহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

মধ্যম চন্দনাইশ : মিজ্জির দোকানস্থ মুন্সী আব্দুর রহমান চৌধুরী জামে মসজিদ মাঠে পবিত্র আহলে বায়তে রাসুল (দ.) স্মরণে গত ১ হতে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন, মধ্যম চন্দনাইশ মিজ্জির দোকান মুন্সী আবদুর রহমান চৌধুরী জামে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা। বিশেষ অতিথি ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক, বাগদাদ সুপার সপ এর স্বত্বাধিকারী আবদুল মজিদ, আল হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, মুহাম্মদ আব্দুল নূর, মুহাম্মদ মহিউদ্দিন সওদাগর। তকরির করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আরবী প্রভাষক মাওলানা আবুল আসাদ মোহাম্মদ জোবাইর রেজভী, হাফেজ মাওলানা মুফতি গোলাম কিবরিয়া, মাওলানা সৈয়দুল হক সাযেদ কাজেমী, হাফেজ আবুল নুর মোহাম্মদ হাচ্ছান বিন নুরী, মুফ্তী কাজী আব্দুল ওয়াজেদ, মুফতি ছৈয়দ মোকারম বারী প্রমুখ।
পতেঙ্গা : শোহাদায়ে কারবালার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল, খতমে কোরআন গত ১০ সেপ্টেম্বর স্টিলমিলস বাজার খাল পাড় রোডস্থ হযরত মোহাম্মদ আলী শাহ (র.) জামে মসজিদে অনুষ্ঠিত হয়। হযরত মোহাম্মদ আলী শাহ (র.) জামে মসজিদের ইমাম রবিউল হাসান আল কাদেরীর সভাপতিত্বে এবং মুয়াজ্জিম আতিকুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন,৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল বারেক কোম্পানী। এ সময় উপস্থিত ছিলেন, বিপিএসএস’র আহ্বায়ক মুহাম্মদ আজাদ, মো. আসাদুল্লা মো.সাজ্জাদ, মো.আবু সুফিয়ান, মো.আমিরুল ইসলাম, মো.হামিদুল হাসান,মাহিমুদুল হাসান,ইরফাত প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট