চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ফটিকছড়িতে ভেজালবিরোধী সভা

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

১২ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:৫৬ পূর্বাহ্ণ

উপজেলার বিবিরহাট বাজার বনিক সমিতির উদ্যোগে ভেজাল বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গত ৮ সেপ্টেম্বর।
সংগঠনের সভাপতি দিদারুল বশর চৌধুরী দুদুর সভাপতিত্বে নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জানে আলম, পৌর মেয়র আলহাজ মো. ইসমাইল হোসেন, ওসি বাবুল আক্তার। সমিতির সাধারণ সম্পাদক শফিউল আলম দুলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাপা নেতা আফসার উদ্দিন, তরিকত নেতা আলমগীর আলম, কাউন্সিলর হেলাল উদ্দিন, বেলাল উদ্দিন, রফিকুল আলম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বনিক সমিতি সহ-সভাপতি জাহেদুল আলম টিটো, ফখরুল ইসলাম জাহেদ, আব্দুল কাইয়ুম চৌধুরী স্বপন, সরোয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন, প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে সংশোধন হলে দেশে ভেজালের অস্তিত্ব থাকে না এবং মোবাইল কোর্টের প্রয়োজনও পড়বে না।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট