চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বনভূমি উদ্ধার করে চারা রোপণ উখিয়ায়

নিজস্ব সংবাদদাতা, উখিয়া

১২ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:৫৩ পূর্বাহ্ণ

উপজেলার জালিয়াপালংয়ে বনভূমিতে নির্মিত সেমিপাকা ঘরসহ জবর দখলকৃত ৩ একর জায়গা উদ্ধার করে গাছের চারা রোপণ করেছে জালিয়াপালং বনবিট। গত ৮ সেপ্টেম্বর (রোববার) বিট কর্মকর্তা জলিলুর রহমানের নেতৃত্বে জুম্মাপাড়া এলাকায় বনভূমির জবরদখল উচ্ছেদপূর্বক গাছের চারা রোপণ করা হয়।

বিট কর্মকর্তা জলিলুর রহমান জানান, জুম্মাপাড়া এলাকার মো. ফরিদ দীর্ঘদিন যাবত বনভূমির ২ একর জায়গা জবরদখল করে সুপারি গাছ ও পানের বরজ দেয়ার চেষ্টা চালিয়ে আসছিল। অপরদিকে একই এলাকার সিরাজ মিয়া ১ একর বনভূমির জায়গা জবরদখল করে রাখে। দখলকৃত বনভূমির জায়গা অভিযান পরিচালনা করে উদ্ধারপূর্বক গাছের চারা রোপণ করা হয়েছে।
একই দিনে জুম্মাপাড়া এলাকায় বনভূমির জায়গা দখল করে জাফর আলম হেডম্যান কর্তৃক সদ্য তোলা সেমিপাকা ঘর ভেঙে দেয়া হয়েছে বলে জানান তিনি।

উদ্ধার অভিযানে বন বিভাগকে সহযোগিতা করেন উখিয়া থানার উপ-পরিদর্শক ছিম্পু বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট