চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত মাহফিলে বক্তারা

কারবালার চেতনায় সত্যের পথে অবিচল থাকতে হবে

মফস্বল ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:৫৩ পূর্বাহ্ণ

পবিত্র আশুরা পালন উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল ও শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত মাহফিলে বক্তারা বলেন, কারবালার চেতনায় সত্যের পথে অবিচল থাকতে হবে।

পটিয়া আমির ভা-ারে ৮ম দিবস: পটিয়া আমির ভা-ার দরবার শরীফে ১০ দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলে গত রবিবার ৮ম দিবস সম্পন্ন হয়। পীরে তরীকত আলহাজ শাহসূফি সৈয়দ মুহাম্মদ আমির হোসাইন শাহ আমিরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম ছোবাহানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ আল্লামা হারুনুর রশিদ আলকাদেরী (মা.জি.আ)। বিশেষ মেহমান ছিলেন মাওলানা মুহাম্মদ মোফাফফর, মাওলানা সৈয়দ নাঈমূল মোস্তাফা শাহ আমিরী, সৈয়দ মুহাম্মদ শহিদ শাহ আমিরী, সৈয়দ মঈনুদ্দিন শাহ আমিরী। আলোচক ছিলেন আল্লামা মাঈনুদ্দীন খাঁন মামুন, আল্লামা জাকের হোসাইন আল কাদেরী, আল্লামা বখতিয়ার হামিদ আল কাদেরী। বক্তব্য রাখেন শাহাদাতে কারবালা মাহফিল কমিটির সভাপতি মাওলানা সৈয়দ মুহাম্মদ শামুন রশিদ শাহ্ আমিরী, সাধারণ সম্পাদক আলহাজ মুহাম্মদ আমির হোসেন, প্রকাশনা সম্পাদক সৈয়দ মুহাম্মদ আসাদুজ্জামান আমিরী তানিম, যুগ্ম সম্পাদক মো. ইসমাইল, শহীদুল ইসলাম, মনজরুল ইসলাম, জাবেদ হোসেন নয়ন, আশরাফ আমিরী, নাদিম আমিরুল হক, নরুল কবির, মো. আলমগীর, কুতুব উদ্দিন, মো. শামুন, আব্বাস উদ্দিন মল্ল।

রাঙ্গুনিয়ার ঘাটচেক গাউছিয়া কমিটি: নিজস্ব সংবাদদাতা জানান, রাঙ্গুনিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ঘাটচেক গাউছিয়া কমিটির উদ্যোগে শুক্রবার হযরত আয়েশা সিদ্দীকা (রা.) জামে মসজিদে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা হোসাইন আহমদ আনসারী। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মাবুদ। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া নুরুল আলম কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আ.ন.ম. নাজমুল হোসাইন নঈমী। বক্তব্য রাখেন রাউজান হযরত হাঁছি ফকির দাখিল মাদ্রাসার মুদাররিস মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন নাহিদ। অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া দক্ষিণ শাখার সভাপতি আলহাজ জমির হোসেন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর মাস্টার পৌরসভা কমিটির সভাপতি মো. ইউসুফ মাস্টার প্রমুখ। শেষে মিলাদ কিয়াম আখেরি মোনাজাত ও তাবরুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত জোয়ারা শাখা: চন্দনাইশের নিজস্ব সংবাদদাতা জানান, সংগঠনের উদ্যোগে শোহাদায়ে কারবালা উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে বাদামতল এলাকায় এসে শেষ হয়। শত শত ভক্তবৃন্দ পায়ে হেটে প্রায় ৩ কি:মি: র‌্যালিতে অংশ নেয়, বিভিন্ন স্লোগানের মাধ্যমে মুখরিত হয়ে উঠে সড়কটি। পরে শোহাদায়ে কারবালা উপলক্ষে মিলাদ মাহফিল বাদামতলস্থ জামে মসজিদ মাঠে আয়োজন করা হয়।

হযরত শাহ্ আমিন উল্লাহ (রহ.) ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন কমিটি: চন্দনাইশের নিজস্ব সংবাদদাতা জানান, সংগঠনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) ও শোহাদায়ে কারবালা স্মরণে ইমাম হোসাইন (রহ.) সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত হয়। চন্দনাইশ সদরস্থ আমিনুল্লাহ শাহ জামে মসজিদ মাঠে ৯ সেপ্টেম্বর বাদে মাগরিব এ মাহফিলের উদ্বোধন করেন কাউন্সিলর হেলাল উদ্দীন চৌধুরী। প্রধান ওয়াজিন ছিলেন মাওলানা মো. জাহাঙ্গীর আলম আল কাদেরী। প্রধান বক্তা ছিলেন মাওলানা আবু যাহারা মুহাম্মদ মুজাম্মেল হক। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী ও মাওলানা ফেরদৌসুল আলম আল কাদেরী।
পটিয়া আমির ভা-ারে ৭ম দিবস: আমির ভা-ার দরবার শরীফে ১০ দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের ৭ম দিবস গত শনিবার রাতে অনুষ্ঠিত হয়। পীরে তরীকত আলহাজ শাহসূফি সৈয়দ মুহাম্মদ মে’রাজুল আলম শাহ আমিরী’র সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক ছিলেন আলহাজ আল্ল­ামা মুফতি আহমদ হোছাইন আল কাদেরী (ম.জি.আ.)। সম্মানিত অতিথি ছিলেন সৈয়দ মোরশেদুজ্জমান আমিরী, সৈয়দ আমির উদ্দিন শাহ আমিরী, সৈয়দ ফানাফিল্লাহ আমিরী। আলোচক ছিলেন আল্লামা ইদ্রিস আনছারী, আল্লামা সাইফুদ্দিন খালেদ জোহাদী, মাওলানা আলী মর্তুজা সিরাজী। বক্তব্য রাখেন শাহাদাতে কারবালা মাহফিল কমিটির সভাপতি মাওলানা সৈয়দ মুহাম্মদ শামুন রশিদ শাহ্ আমিরী, সাধারণ সম্পাদক আলহাজ মুহাম্মদ আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল, শহীদুল ইসলাম, মনজুরুল আলম, মাওলানা বখতিয়ার হামিদ আল কাদেরী, সৈয়দ মুহাম্মদ আশরাফুজ্জমান আমিরী, মুহাম্মদ মে’রাজুল আলম, হাফেজ মুহাম্মদ দেলোয়ার হোসাইন, শেখ মুহাম্মদ শহিদুল ইসলাম হোসাইনী, মুহাম্মদ আমির উদ্দিন আমিরী নয়ন, মুহাম্মদ আবদুল মান্নান আমিরী, মুহাম্মদ সোহেল রেজা আত তাহেরী, নুরুল কবির। মাহফিলে বলেন, যারা পৃথিবীতে দুর্বলের ওপর সবলের অত্যাচার চালায় এবং বিপর্যয় সৃষ্টি করে, তাদের কবল থেকে বিশ্বমানবতাকে উদ্ধার করতে হবে। তাই মানবতার কল্যাণে কাজ করাই ইমানের অংশ।

চন্দনাইশে কারবালা মাহফিলের সমাপনী দিন: নিজস্ব সংবাদদাতা জানান, হিজরী নববর্ষ উদযাপন ও শোহাদায়ে কারবালা উপলক্ষে সৈয়দ মো. তাহ্রে শাহ্ (মা.জি.আ.), গাজী শেরে বাংলা ও শাহ্ আমিনুল্লাহ (রহ.) ট্রাস্টের যৌথ উদ্যোগে ৪ দিনব্যাপী মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে ৭ সেপ্টেম্বর। চন্দনাইশ সদরস্থ কাদেরীয়া তৈয়বীয়া তাহেরিয়া খানকাহ শরীফে ট্রাস্টের শাহাদাতে কারবালা মাহফিলে তকরির করেন, মাওলানা আবু ইউছুফ নুর, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এড. মোছাহাব উদ্দীন বখতিয়ার, মাওলানা আবুল আসাদ জোবায়েদ রেজভী, জামেয়া আলেয়ার আরবি প্রভাষক মাওলানা নুর উদ্দীন সিদ্দিকী, অধ্যক্ষ মুফতি আহমদ হোসেন আল কাদেরী, খতিব মাওলানা আবু জাহারা মো. মোজাম্মেল হক, শাহজাদা মাওলানা মোর্কারম বারী, শায়খুল হাদীস মাওলানা কাজী মঈনুদ্দীন আশরাফি, আন্তর্জাতিক ইসলামিক চিন্তাবিদ ড. সৈয়দ এরশাদ আহমেদ আল বোখারী।
চরণদ্বীপ দরবার শরীফে দ্বিতীয় দিবস: গাউছিয়া রহমানিয়া বশরিয়া শহীদিয়া ত্বরিকত কমিটির ব্যবস্থাপনায় আহ্লে বাইতে রাসুল (সা.) স্মরণে ৩ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিলের দ্বিতীয় দিবসে মাহফিল হয়েছে ৯ সেপ্টেম্বর। বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ দরবার শরীফের শাহী ময়দানে মাহফিলের উদ্বোধন করেন চরণদ্বীপ দরবার শরীফের নায়েবে মোন্তাজেম আল্লামা শাহ্জাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ্ ফারুকী (ম.জি.আ)। এতে ছদারত ও মোনাজাত পরিচালনা করেন দরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত শাহ্সুফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.জি.আ)। ধর্মীয় আলোচনায় অংশ নেন আহসানুল উলুম জামেয়া গাউছিয়া আলীয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ ইদ্রিস আনসারী ও ইহরাম হজ্ব কাফেলার পরিচালক মাওলানা শাহেস্তা খান আল-আজহারী। বক্তব্য রাখেন গাউছিয়া রহমানিয়া বশরিয়া শহীদিয়া ত্বরিকত কমিটির সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক এম. দিদারুল আলম মানিক। না’ত পরিবেশন করেন জামেয়া আহ্মদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী মুহাম্মদ মুনির উদ্দিন মারুফ। মাহফিল পরিচালনা করেন পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান মাওলানা মুহাম্মদ এনামুল হক কুতুবী।

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা হামিদিয়া বাগদাদিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদরাসা: মাদরাসায় পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও ১১ জন হিফজুল কোরআন সমাপ্তকারী নিবাসীদের মাঝে পাগড়ি প্রদান করা হয়। এতিমখানার সভাপতি অধ্যাপক হাকীম মাওলানা জামাল উদ্দিন হেজাযীর সভাপতিত্বে ৯ সেপ্টেম্বর ২০১৯ বাদ আছর এতিমখানা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব আলহাজ হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ছিদ্দিক আহমদ বি.কম, এতিমখানার সহ-সভাপতি আলহাজ হাফেজ লিয়াকত আলী চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য সাইফুদ্দিন আহমদ মানিক, এতিমখানার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সামা ও কোষাধ্যক্ষ হাফেজ মুহাম্মদ আনোয়ার হোসেন আনু। এতিমখানার তত্ত্বাবধায়ক আলহাজ হাফেজ মোহাম্মদ ফজলুল কাদেরের পরিচালনায় মাহফিলে আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা আব্দুর রহিম আল কাদেরী, মাওলানা কফিল উদ্দিন আলকাদেরী, আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আতাউল্লাহ ও ফররুখ আহমদ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট