১১ সেপ্টেম্বর, ২০১৯ | ১০:৫২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
নগরীর পাহাড়তলীর সিগন্যাল কলোনি থেকে দেশীয় অস্ত্রসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে মহানগর উত্তর গোয়েন্দা বিভাগ। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি এলজি, কার্তুজ ও ছোরা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নাঈম সরদার প্রকাশ গলাকাটা নাঈম (৩৩), মো. জুলহাস সরদার প্রকাশ আল আমিন (৩৫) ও মো. নুরুল ইসলাম প্রকাশ নুরু সালাম (২৯)।
অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে পূর্বকোণকে বলেন, দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. জুলহাস সরদার প্রকাশ আল আমিন শরীয়তপুর জেলার নরিয়া থানার হানিফ সরদারের ছেলে ও মো. নুরুল ইসলাম প্রকাশ নুরু সালাম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কাসেম হাজী বাড়ির ধুম পাড়াং বিলের মো. নুরুল ইসলামের ছেলে। গ্রেপ্তার নাঈম সরদারসহ তিনজনই নগরীর আকবরশাহ থানার শাপলা আবাসিক এলাকার বাসিন্দা।
আসামিদের বিরুদ্ধে হালিশহর ও পাহাড়তলী থানায় হত্যা, ডাকাত, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও গোয়েন্দা পুলিশ জানায়।
পূর্বকোণ/রাশেদ
The Post Viewed By: 400 People