চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পৃথক দুর্ঘটনায় ৩ শিশুর মৃত্যু

টেকনাফ সংবাদদাতা

১১ সেপ্টেম্বর, ২০১৯ | ৯:৫০ অপরাহ্ণ

টেকনাফ উপজেলায় ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের ঘটনায় ২ শিশু এবং ঢলের পানিতে ভেসে গিয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে। পাহাড় ধসের ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। বৃষ্টির পানিতে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়া এলাকায় পাহাড়ের পাদদেশে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, ঢলের পানিতে ভেসে গিয়ে মোহাম্মদ হারিছ (১০) নামে এক শিশু মারা গেছে। নিহত শিশু টেকনাফ সদর ইউনিয়নের পল্লানপাড়া এলাকার আবদুল গফুর প্রকাশ পাবলিসিটি গফুরের ছেলে। সে স্থানীয় মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্র ছিল। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত অব্যাহত রয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরের দিকে কয়েকজন শিশু বাড়ির বাহিরে খেলতে বের হয়। এ সময় অতিরিক্ত বৃষ্টির ফলে বিলের পানির স্রোতে পড়ে ভেসে যায়। পরে প্রত্যক্ষদর্শীরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাহাড় ধসের ঘটনায় নিহতরা হচ্ছে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়া গ্রামের রবিউল আলমের ছেলে মেহেদী হাসান (৯) এবং একই এলাকার মোহাম্মদ আলমের শিশু কন্যা আলিফা বেগম (৫)। তাছাড়া ঢলের পানিতে ভেসে গিয়ে নিহত শিশু মোহাম্মদ হারিছ (১০) টেকনাফ সদর ইউনিয়নের পল্লানপাড়া এলাকার আবদুল গফুরের ছেলে।

 

 

 

পূর্বকোণ/হাফেজ/আফছার

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট