মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) ও ক্রেডিট কার্ড থেকে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৩ লাখ টাকা, প্রতারণা কাজে ব্যবহৃত ৩ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২ জানুয়ারি) নগরীর কোতোয়ালী থানাধীন নতুন রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. সোহান মীর ওরফে সোহাগ (৩৩) মাগুরার শ্রীপুর থানার দাঁড়িয়াপুর ইউপির চৌগাছি মধ্যপাড়ার রেহানা বেগমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর ও পশ্চিম) মো. আলী হোসেন। তিনি জানান, মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস ও ক্রেডিট কার্ড থেকে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ৩ লাখ টাকা, প্রতারণা কাজে ব্যবহৃত ৩ লাখ টাকা ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। তার কাছে থাকা সিমগুলো বিভিন্ন অপরিচিত ব্যক্তিদের নামে নিবন্ধনকৃত এবং প্রত্যেকটি সিমে অপরিচিত ব্যক্তিদের নামে মোবাইল ফিনানশিয়াল সার্ভিস মার্চেন্ট ও পার্সোনাল রিটেইল একাউন্ট নিবন্ধন করা। তার কাছ থেকে উদ্ধার হওয়া ৩ লাখ টাকাগুলো গত ২ জানুয়ারি প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছিল।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর তার কাছ থেকে আমরা কিছু তথ্য পেয়েছি। তার কাছে থাকা সিমগুলো এবং ব্যাংক একাউন্ট ব্যবহার করে প্রতিদিন আড়াই লাখ থেকে ৩ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় সে এবং তার অধীনে থাকা চক্রটি। দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে সে এই প্রতারণা করে আসছে। এছাড়া দেশের বিভিন্ন বিকাশ প্রতারক ও ভুলিয়ে-ভালিয়ে ক্রেডিট কার্ডের তথ্য সংগ্রহ করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের সদস্যদের টাকাও তার নিজস্ব মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস ও ব্যাংক একাউন্টে জমা নিতো। এরপর সেই টাকার নিরাপদ অবস্থানের ব্যবস্থা করার বিনিময়ে মোটা অঙ্কের কমিশন গ্রহণ করে। ছয়জন পরিচিত প্রতারকসহ বিভিন্ন জেলার পঞ্চাশের অধিক প্রতারক তার একাউন্টে টাকা পাঠিয়ে থাকে। এই চক্রের সাথে জড়িত হওয়ার আগে সোহান রাজমিস্ত্রির কাজ করতো। কোতোয়ালী থানার তার বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ