১০ সেপ্টেম্বর, ২০১৯ | ৭:১৯ অপরাহ্ন
বোয়ালখালী সংবাদদাতা
উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব খিতাপচর গ্রামের নাথপাড়ার নিজ বসতঘর থেকে রণজিৎ কুমার দেবনাথ (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
নিহত রনজিৎ দিনমজুর ছিলেন। তিনি স্থানীয় মৃত বসন্ত দেবনাথের মেঝ ছেলে। তিনি ৫ ছেলেমেয়ের জনক বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. আলম পূর্বকোণকে বলেন, রণজিৎ মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ কারণে তার স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি চলে গিয়েছিলেন। ফাঁকা ঘরে সোমবার রাতে রণজিৎ দড়ি দিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি।
এ ব্যাপারে বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মো. কামাল হোসেন পূর্বকোণকে জানান, মঙ্গলবার দুপুরে স্থানীয়রা খবর দিলে বসতঘরে গলায় দড়ির সাথে ঝুলন্ত অবস্থায় থাকা রণজিৎ দেবনাথের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পূর্বকোণ/পলাশ
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৮ |
আসর শুরু | ০৩.৩৫ |
মাগরিব শুরু | ০৫:১৮ |
এশা শুরু | ০৬:৩২ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০৫ |
সুর্যোদয় | ০৬ঃ২৫ |
বেলা ১.৩০টা ও সন্ধ্যা ৬.৩০টা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-রংপুর রেঞ্জার্স ও ঢাকা প্লাটুন-সিলেট থান্ডার (সরাসরি, গাজী টিভি ও মাছরাঙা) সকাল ১০.৪৫টা, পাকিস্তান-শ্রীলংকা, ১ম টেস্ট, ৪র্থ দিন (সরাসরি, সনি ইএসপিএন) বেলা ১১.৩০টা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ১ম টেস্ট, ৩য় দিন (সরাসরি, সনি সিক্স)
সন্ধ্যা ৬.৩০টা, রাত ৯টা ও রাত ১১.৩০টা, লিভারপুল-ওয়াটফোর্ড, চেলসি-ব্রুনোমাউথ ও সাউদাম্পটন-ওয়েসটহ্যাম প্রিমিয়ারশিপ (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১) রাত ৯টা, লিচেস্টার-নরউইচ সিটি, প্রিমিয়ারশিপ(সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২) রাত ৮টা, রাত ১১টা ও রাত ১.৪৫টা, ব্রেসিয়া-লিচ, ন্যাপোলি-পার্মা ও জেনোয়া-সাম্পডোরিয়া, সিরি এ (সরাসরি, সনি টেন ২) রাত ১১.৩০টা, ফরচুনা-লিপজিগ, বুন্দেসলিগা (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২) রাত ৮টা, গোয়া-কলকাতা, আইএসএল (সরাসরি, স্টার স্পোর্টস ২)
সকাল ৯টা, এইচএসবিসি ওয়ার্ল্ড ট্যুর (সরাসরি, স্টার স্পোর্টস ১ এবং ৩)
সকাল ৭টা, বেলা ১.৩০টা, বিকাল ৫.৩০টা ও রাত ৯.৩০টা, সনি টেন ১।