চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকা থেকে ২৫ রাউন্ড তাজা কার্তুজসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- বায়েজিদের রৌফাবাদ এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে ইউসুফ আহম্মেদ (৩৫) ও মৃত নূর হোসেনের ছেলে মো. নুরুল ইসলাম প্রকাশ রানা (৪১)।
রবিবার (৩১ ডিসেম্বর) বায়েজিদের স্টারশিপ গলির মুখ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা।
তিনি জানান, গতকাল রাতে থার্টি ফার্স্ট নাইটে চেকপোস্টে তল্লাশি করার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেয়া হয়। থামানোর সাথে সাথে সিটে থাকা দুইজনকে পালোনোর সময় গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে ২৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এসি