চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:১৬ পূর্বাহ্ণ

উখিয়া উপজেলার উত্তর পালংখালী এলাকা থেকে ১৯ হাজার ৪’শ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে অাটক করেছেন র‍্যপিড একশান ব্যাটেলিয়ান (র‍্যাব)-১৫। আটককৃত মো. কামাল (৪২) বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের শহর মুল্লুকের ছেলে।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উখিয়া থানার উত্তর পালংখালী কেদারখোলা জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব -১৫ রামুর সহকারি পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন পূর্বকোণকে জানান, গোপন সূত্রে জানতে পারি উখিয়া থানার উত্তর পালংখালী কেদারখোলা জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর মাদক বেচাকেনা করছে কিছু ব্যক্তি। খবর পেয়ে সন্ধ্যা ৭টায় ওই স্থানে অভিযান চালিয়ে ১৯ হাজার ৪’শ পিস ইয়াবাসহ মো. কামাল নামে এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯৭লাখ টাকা। আটক মো. কামালকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট