চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মাইজভা-ারী ট্রাস্টের বই প্রদানকালে প্রফেসর শামসুজ্জামান

ঘুমিয়ে থাকা প্রতিভাকে জাগ্রত করতে পারে বই

১০ সেপ্টেম্বর, ২০১৯ | ২:২০ পূর্বাহ্ণ

বই পড়ে মানুষ তার ভিতরের ঘুমিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে পারে। বইয়ের মাধ্যমে জ্ঞানের পরিধি যেমন বৃদ্ধি সম্ভব তেমনি পরজাগতিক মুক্তিও সম্ভব। আর সুফিবাদ তথা অধ্যাত্মিক বিষয়ের বইগুলো পড়লে ইহজগত ও পরজগতে মুক্তির পথকে সুগম করবে। অসাম্প্রদায়িক চেতনায় শাহেনশাহ জিয়াউল হক মাইজভা-ারীর মত মাইজভা-ারী আদর্শের প্রাণপুরুষ এ জগতে আর একটি হবে না। নগরীর প্রেসক্লাবের এস রহমান হলে মাইজভা-ারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার সাক্ষাতকালে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান একথা বলেন। জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্ট কর্তৃক প্রকাশিত বই প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার ড. মনজুর-উল-আমিন চৌধুরী, ‘নাগরিক’র প্রধান সমন্বয়ক কল্যাণ চক্রবর্তী, প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রভাষক সাদিকা সুলতানা চৌধুরী, সাংবাদিক কাঞ্চন মহাজন, ডা. দুলাল কান্তি চৌধুরী, মোহাম্মদ হান্নান কাওয়াল, সৈয়দ আবু ছালেহ, লায়ন বরুণ কুমার আচার্য, নিলু দাশ, অভিবসু মল্লিক, দয়াল দত্ত, সোমা চৌধুরী সুমি প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট