চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বঙ্গবন্ধু একাডেমির স্মরণসভায় বক্তারা

চট্টগ্রামের উন্নয়নে অনন্য ভূমিকা রেখেছেন ইউসুফ চৌধুরী

১০ সেপ্টেম্বর, ২০১৯ | ২:২১ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেছেন, দেশের ক্রান্তিকালে চট্টগ্রাম সংবাদপত্র জগতে ইউসুফ চৌধুরী দৈনিক পূর্বকোণ প্রতিষ্ঠা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সে সময় আধুনিক সংবাদপত্র হিসেবে পূর্বকোণের ব্যাপক প্রচার প্রসার ঘটে এবং সে ধারাবাহিকতা এখনও বিদ্যমান। ইউসুফ চৌধুরী সংবাদপত্রসেবী ছাড়াও চট্টগ্রামের উন্নয়ন নিয়ে বেশি করে ভেবেছিলেন বলেই চট্টগ্রামের উন্নয়ন-সমৃদ্ধি এখন দৃশ্যমান। দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির প্রাক্তন চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইউসুফ চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান বক্তা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ইউসুফ চৌধুরীকে স্মরণ করে রাখার জন্য তাকে রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত করা এখন সময়ে দাবি।

বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ ড. মুহাম্মদ সানাউল্লাহ’র সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলী আহমেদ শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম কেন্দ্রের প্রধান নির্বাহী প্রকৌশলী প্রবীর সেন, এস.এম. মোরশেদ হোসেন, অধ্যাপক শামসুদ্দিন শিশির, আমিনুল হক বাবু, মঈনুদ্দীন কাদের লাবলু, অধ্যক্ষ শেখ এ. রাজ্জাক রাজু, শিল্পী দীপেন চৌধুরী, এম এ সবুর, ফাতেমা আক্তার, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, নোমান উল্লাহ বাহার। বক্তব্য রাখেন শিশু সাহিত্যিক রমজান আলী মামুন, গীতিকার ফারুক হাসান, সাংবাদিক সৈয়দ দিদার আশরাফী, ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন গিফারী, কবি এনপি সাগর, ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী, সংগঠক মো. আলী, হারুন রশিদ, সরওয়ারুল আলম, দীলিপ হোড়, ইউনুচ মিয়া, জামাল উদ্দিন কান্টু, কাজী আইয়ুব, মাওলানা মাহবুবুর রহমান, শহীদুর রহমান খোকন, মোঃ তিতাস, আলমগীর চৌধুরী রানা, রিমন মুহুরী, নাসির হোসাইন জীবন, ইমরান সোহেল, সেলিম উদ্দিন ডিপলু, এ.আর আল আমিন, মো. আব্দুল্লাহ, রতন ঘোষ ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট