চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বৃষ্টিতে দুর্ভোগ নগরবাসীর

নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সীমিত যান চলাচল

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

রাত থেকে সকাল পর্যন্ত থেকে থেকে বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চলে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে জলাবদ্ধতা বেশিক্ষণ স্থায়ী ছিল না। দুপুরের পর অনেকটা স্বাভাবিক হয়ে ওঠে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ৪৬.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বৃষ্টির কারণে নগরীর নিম্নাঞ্চলে পানি জমে যায়। নগরীর মুরাদপুর থেকে ২ নং গেট, আগ্রাবাদ, চকবাজার, কাতালগঞ্জ, পাঁচলাইশ আবাসিক, বাকলিয়া, মোহরার হামিদচর, প্রবর্তক মোড় এলাকায় বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কয়েকটি সড়কে হাঁটু সমান পানি জমে যায়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী, স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবীরা। নগরীর বিভিন্ন স্থানে সড়ক খোঁড়াখুঁড়ি ও সংস্কারে ধীরগতির কারণে খানাখন্দ রয়েছে। এসব গর্তে পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়। এতে চরম ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে।

বৃষ্টিতে সড়কে পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় যানজটের সৃষ্টি হয়। এজন্য অধিকাংশ রুটে গণপরিবহন চলাচল সীমিত হয়ে পড়ে। এতে করে অফিস ও স্কুল-কলেজগামীদের চরম ভোগন্তিতে পড়তে হয়। কয়েকটি রুটে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট