চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ল্যাভেন্ডার ইন্টা. স্কুল ও আই ক্যান রিড’র চুক্তি

১০ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৯ পূর্বাহ্ণ

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান আই ক্যান রিড একবিংশ শতাব্দীর বৈজ্ঞানিক পদ্ধতিতে ইংরেজী শেখার একটি সহজ মাধ্যম। আই ক্যান রিড বৈজ্ঞানিক পদ্ধতিতে শিশুদের মেধা, মনন ও শেখার ক্ষমতার উপর নির্ভর করে তাদের কার্যক্রম তৈরি করেছে। এই পদ্ধতির মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে খুব সহজেই ইংরেজীতে শুদ্ধ উচ্চারণ, বানান, লেখা ও পাঠের অভ্যাস গড়ে উঠবে। গল্প বলার মধ্য দিয়েই শিখে যাবে উচ্চারণ ও পঠন। এতে মুখস্থ করার নিদারুণ চাপ থেকে মুক্ত থাকবে তারা। ল্যাভেন্ডার ইন্টারন্যাশনাল স্কুল আই ক্যান রিড এর ইংরেজী শেখার এই মাধ্যমের প্রয়োজনীয়তা উপলব্ধি করে সম্প্রতি তাদের প্রতিনিধি টিমের সাথে একটি পাঁচ বছর মেয়াদী পরিকল্পিত কার্যক্রম শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে আই ক্যান রিড এর প্রশিক্ষিত ও জনপ্রিয় বিদেশি ট্রেইনার দ্বারা ল্যাভেন্ডার স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হবে। সম্প্রতি ল্যাভেন্ডার ইন্টারন্যাশনাল স্কুলের কো-ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর রিজভী তানিম রহমান ও ডিরেক্টর সিনথিয়া মারজান মির্জা এবং আই ক্যান রিড এর প্রধান প্রতিনিধি লাউ ইউ জিন ও আই ক্যান রিড বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর আশফাক উদ্দিন সিদ্দিক এর উপস্থিতিতে এই বিশেষ কার্যক্রমের চুক্তি স্বাক্ষরিত হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ল্যাভেন্ডার ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষিকা আয়শা ফেরদৌস রিমি, মুনজারিন কামাল, সামিরা মেহজাবীন, সামিহা সাফওয়াত, সাদিয়া মুসতারি এবং আই ক্যান রিড-এর আশরাফ উদ্দিন সিদ্দিকসহ আরও অনেকে। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট