চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আটাব’র প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনীতে জসিম উদ্দিন চৌধুরী

ট্রাভেল এজেন্সি অনলাইন প্রক্রিয়ায় সংযোজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

১০ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৯ পূর্বাহ্ণ

এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস্ অব বাংলাদেশ (আটাব) চট্টগ্রাম এর উদ্যোগে অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম-এর উপর প্রশিক্ষণ কর্মশালা জোনের সচিব আলহাজ এইচ এম মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে গতকাল (সোমবার)

বেলা ১১ টায় নগরীর চট্টেশ্বরী রোড়স্থ আটাব-চট্টগ্রাম জোনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কর্মশালা উদ্বোধন করেন দৈনিক পূর্বকোণ লি. এর চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানব সম্পদ উন্নয়ন ও ব্যবসা বাণিজ্য ত্বরান্বিত করতে হলে অনলাইন প্রক্রিয়ায় দ্রুত অগ্রসর হতে হবে। এ মুহূর্তে আটাবের উদ্যোগে অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমের উপর প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এ আয়োজনের জন্য আটাব চট্টগ্রাম জোনকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল সদস্যদের উত্তরোত্তর সফলতা কামনা করছি। ট্রাভেল এজেন্সি অনলাইন প্রক্রিয়ায় সংযোজন দেশ ও মানব সম্পদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

সভাপতির বক্তব্যে আটাব-চট্টগ্রাম জেনের সচিব আলহাজ এইচ এম মুজিবুল হক শুক্কুর বলেন, আগে মেনুয়াল পদ্ধতিতে আবেদন করার মাধ্যমে ট্রাভেল এজেন্সির আবেদন করা হত। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে এবারই প্রথম বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ট্রাভেল এজেন্সির নিবন্ধন প্রক্রিয়া চালু করা হয়েছে। যে কারণে ট্রাভেল এজেন্সির নবায়ন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, আটাব’র ইভিপি আলহাজ এমদাদ উল্লাহ্, চট্টগ্রাম জোনের সাবেক চেয়ারম্যান আলহাজ আবু তাহের, আলহাজ আবুল কাশেম, আটাব’র সাবেক সচিব আলহাজ এনামুল ইসলাম, ইসি সদস্য আলহাজ ইদ্রিস মিয়া, আটাব’র ভাইস চেয়ারম্যান আলহাজ আবু তাহের, আটাব সদস্য আলহাজ আবু বক্কর তালুকদার, আলহাজ হেমায়েত উদ্দিন, আলহাজ বখতিয়ার ইসলাম চৌধুরী, আলহাজ নেজাম উদ্দিন, মোহাম্মদ আমিন, মোহাম্মদ ইব্রাহিম, জহিরুল ইসলাম প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট