চট্টগ্রাম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২৩ | ৯:১৪ অপরাহ্ণ

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে চান্দগাঁও সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী আলহাজ নুরুল ইসলাম বি.এসসি।

 

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ মো. আবুল মনছুর চৌধুরী। ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাজরিয়ান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের শিক্ষানুরাগী সদস্য আলহাজ নাজমুল হক (নজু)। প্রধান অতিথি ছিলেন তরুণ শিল্পপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ জাহেদুল ইসলাম।

 

তিনি স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি মেধাবী ছাত্রদের জন্য প্রতিবছর বৃত্তি প্রদানের ঘোষণা দেন। বৃত্তি প্রদান করা হবে নুরুল ইসলাম বি.এসসি এক্সিলেন্স এওয়ার্ড অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত এবং সানোয়ারা ইসলাম এক্সিলেন্স এওয়ার্ড ষষ্ঠ থেকে ৭ম শ্রেণি পর্যন্ত। 

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট