চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মুনিরীয়া যুব তবলীগ নিষিদ্ধের দাবি রাউজানে মশাল মিছিল

নিজস্ব সংবাদদাতা ম রাউজান

১০ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:৫৮ পূর্বাহ্ণ

রাউজানের কাগতিয়া এলাকার জনসাধারণের উদ্যোগে মুনিরীয়া যুব তবলীগ কমিটি নিষিদ্ধ, মুনিরুল্লাহ ও তার সহযোগীদের গ্রেপ্তার, স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত ৮ সেপ্টেম্বর।

কাগতিয়া-মাইজপাড়া জান্নাতুল মাওয়া জামে মসজিদ মাঠে প্রতিবাদ সমাবেশের পর বিক্ষোভ ও মশাল মিছিল শুরু হয়। মিছিলটি কাগতিয়া সড়ক, শফিকুল ইসলাম চৌধুরী সড়ক হয়ে কাগতিয়া বাজার প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগের যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ। বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মনজুর মোরশেদ খসরু, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, আকতার হোসেন, জামাল উদ্দিন, আবদুল্লাহ আল করিম, রাশেদুল আলম মেম্বার, জামাল উদ্দিন মেম্বার, রুবেল মেম্বার, তৌহিদ হোসেন, মো. ইব্রাহিম. তৈয়ব উদ্দিন, হাফিজুর রহমান, রুবেল, আলমগীর, মো. দুলাল, বাবু চৌধুরী, জাফর, হায়দার আলী, ছাদেক, ফাহিম, মোরশেদ, মাহমুদুল হক, হারুন প্রমুখ। সভায় বক্তারা বলেন, মুনিরুল্লাহ ও লালিত সহযোগীরা এলাকার লোকজনকে দীর্ঘদিন ধরে নানাভাবে ভুগিয়েছে। মানুষের এখন ধৈর্য্যরে বাঁধ ভেঙে গেছে। মুনিরীয়ার লোকজন এখন এলাকা থেকে বিতাড়িত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপিসহ নানাজনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট কুৎসা রটাচ্ছে। মুনিরুল্লাহ ও তার সহযোগীদের এলাকায় অবাঞ্চিত করা হয়েছে। তাদের আর রাউজানে স্থান নেই।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট