চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

সাক্ষরতা দিবস পালন উপজেলায়

মফস্বল ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:৫৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনে উপজেলার বিভিন্ন স্থানে র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।

চন্দনাইশ উপজেলা প্রশাসন: নিজস্ব সংবাদদাতা জানান, প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ হলরুমে এক আলোচনা সভা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার হাছান আল মামুন, একাডেমিক সুপার-ভাইজার বিপীন চন্দ্র রায়, গীতা রানী চৌধুরী, মাষ্টার নাজিম উদ্দিন, জসিম উদ্দিন, কামরুদ্দীন প্রমুখ।

খাগড়াছড়ি জেলা প্রশাসন: নিজস্ব সংবাদদাতা জানান, প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি টাউন হল থেকে জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে এসে অফিসার্স ক্লাব অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস, সনাক সভাপতি প্রফেসর বোধিসত্ত দেওয়ান, জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলম প্রমুখ।
সীতাকু- উপজেলা প্রশাসন: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি পৌরসদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। উপজেলা শিক্ষা অফিসার মো. নুরুচ্ছাফার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহাবুবুল হক। সহকারী শিক্ষা অফিসার মো. আলাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইফুল্লাহ মজুমদার, পরিসংখ্যান অফিসার সৌরভ পাল মিন্টু, সহকারী শিক্ষা অফিসার তাজমেরী খাতুন, আমার বাড়ি আমার খামার প্রকল্প সমন্বয়ক মানস নন্দী প্রমুখ।

মানিকছড়ি উপজেলা প্রশাসন: নিজস্ব সংবাদদাতা জানান, প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া আফরোজ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ডলী চৌধুরী রাণী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. জাকির হোসেন, উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর মো. আসাদুজ্জামান, রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার দে (ভারপ্রাপ্ত), কারিতাস সমাজ উন্নয়ন কর্মকর্তা গীতা চাকমা প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট