চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত মাহফিলে বক্তারা

মাথা নত না করাই কারবালার শিক্ষা

মফস্বল ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:৫৭ পূর্বাহ্ণ

হিজরী নববর্ষ উদযাপন, শোহাদায়ে কারবালা ও সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)’র ২৭তম ওরশ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত মাহফিলে বক্তারা বলেন, ইমাম হোসাইন (র.) এজিদের বিরুদ্ধে মাথা নত না করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কোন অন্যায় কাজকে আমরা হোসাইনি মুসলমানগণ সমর্থন করবো না, করতে পারি না।
আমিরহাটে কারবালা মাহফিলের ৭ম দিবস: রাউজানের নিজস্ব সংবাদদাতা জানান, আমিরহাটে ১০ দিনব্যাপী জিকিরে মোস্তফা (দ.) মাহফিলের ৭ম দিনের কর্মসূচি গত ৭ সেপ্টেম্বর রাতে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত হলদিয়া ইউনিয়নের আহ্বায়ক শিক্ষক আলহাজ আল্লামা ইদ্রিছ আনসারী। মাহফিলের নিয়মিত পরিচালক মুহাম্মদ সাজ্জাদের সঞ্চালনায় নাতে রাসুল (দ.) পরিবেশন করেন মাওলানা মুহাম্মদ আসিফ রায়হান, মুহাম্মদ তৌহিদুল ইসলাম ও তৌহিদুর রহমান। আলোচক ছিলেন মাওলানা নাছির উদ্দিন আলকাদেরী। বক্তব্য রাখেন জালাল আহমেদ, এস.এম কামাল উদ্দিন, আলহাজ সোলায়মান চৌধুরী, মুহাম্মদ ইউছুফ, মাওলানা হাফেজ ওমর ফারুক, মুহাম্মদ রফিক, নাজিম উদ্দিন ভা-ারী, মাওলানা মোজাম্মেল হোসাইন, আহ্বায়ক তাজ মুহাম্মদ রেজভী, সচিব মুহাম্মদ জাবেদ, মাওলানা কুতুব উদ্দিন, বোরহান উদ্দিন, মুহাম্মদ হাসান প্রমুখ।

পটিয়া আমির ভা-ারে ষষ্ঠ দিবস: গত ৬ সেপ্টেম্বর শুক্রবার পীরে তরীকত আলহাজ শাহসুফি সৈয়দ করিমূল মোস্তাফা শাহ আমিরী’র সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান আলোচক ছিলেন আলহাজ আল্লামা মুফতি আহমদ হোছাইন আল কাদেরী (ম.জি.আ.)। সম্মানিত অতিথি ছিলেন সাবেক পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রবীণ আওয়ামী লীগ নেতা সামশুদ্দিন আহমদ, ফাস্টসিউরিটি ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ ইদ্রিস, শাহসূফি সৈয়দ মাহবুব রশিদ শাহ আমিরী, সৈয়দ মুহাম্মদ মনজুর রশিদ শাহ আমিরী, সৈয়দ খলিলুজ্জমান শিবলু শাহ আমিরী, সৈয়দ আসাদুজ্জমান আমিরী তানিম, সৈয়দ মাওলানা ছদরুল মোস্তাফা আমিরী। আলোচক ছিলেন আল্লামা মুফতি সৈয়দ আলাউদ্দিন আশরাফী, আলহাজ আল্লামা সোহাইল উদ্দিন আনছারী। বক্তব্য রাখেন শাহাদাতে কারবালা মাহফিল কমিটির সভাপতি মাওলানা সৈয়দ মুহাম্মদ শামুন রশিদ শাহ্ আমিরী, সাধারণ সম্পাদক আলহাজ মুহাম্মদ আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল, শহীদুল ইসলাম, মনজুরুল আলম, মাওলানা বখতিয়ার হামিদ আল কাদেরী, সৈয়দ মুহাম্মদ আশরাফুজ্জমান আমিরী, মুহাম্মদ মে’রাজুল আলম, হাফেজ মুহাম্মদ দেলোয়ার হোসাইন, শেখ মুহাম্মদ শহিদুল ইসলাম হোসাইনী, মুহাম্মদ আমির উদ্দিন আমিরী নয়ন, মুহাম্মদ আবদুল মান্নান আমিরী, মুহাম্মদ সোহেল রেজা আত তাহেরী, নুরুল কবির।

রাউজানে যিকিরে মোস্তফা মাহফিলের ৬ষ্ঠ দিবস: রাউজানে ১০দিন ব্যাপী (দ.) মাহফিলের ৬ষ্ঠ দিবস গত শুক্রবার রাতে সম্পন্ন হয়। হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে মুহাম্মদ সাজ্জাদের পরিচালনায় এতে নাতে রাসুল (দ.) পরিবেশন করেন ফটিকছড়ি মহিলা আলিম মাদ্রাসার আরবি মোদার্রীছ শায়ের মাওলানা আবদুল মাবুদ ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী শায়ের মাওলানা মিনহাজ উদ্দিন ভা-ারী। মাহফিলে উপস্থিত ছিলেন আ.লীগ নেতা জালাল আহমেদ, যুবলীগ নেতা জয়নাল, গাউছিয়া কমিটি হলদিয়ার সেক্রেটারি সাইফুল ইসলাম চৌধুরী, ছাত্রসেনা রাউজান উপজেলার সেক্রেটারি মোশাররফ হোসেন, সংগঠক আমির হোসেন, শওকত হোসেন, যুবলীগ নেতা মো. আলমগীর, ছাত্রলীগ নেতা মো. মেহরাব হোসেন শাকিল, রাউজান উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. আবদুর রহমান বাবু, মুহাম্মদ তৌহিদ, মুহাম্মদ জিকু, মুহাম্মদ ইউছুফ, মুহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ জমির, মুহাম্মদ জামশেদ, মুহাম্মদ মিনহাজ, মোজাম্মেল হোসাইন, সচিব মুহাম্মদ জাবেদ, মাওলানা কুতুব উদ্দিন, মুহাম্মদ হাছান, মুহাম্মদ বোরহান, মুহাম্মদ আলী, মুজিবুল বশর, মোজাফ্ফর প্রমুখ। মিলাদ কিয়াম শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন। সভাপতির বক্তব্যে জিয়াউল হক চৌধুরী বলেন, ইমাম হোসাইন (র.) এজিদের বিরুদ্ধে মাথা নত না করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কোন অন্যায় কাজকে আমরা হোসাইনি মুসলমানগণ সমর্থন করবো না, করতে পারি না।

হিজরি নববর্ষ উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন: যৌথ উদ্যোগে গত ৭ সেপ্টেম্বর বিকালে রাণীরহাট বাজার চত্বরে পরিষদের উপদেষ্টা আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মুহাম্মদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রানীরহাট জ¦ালানি ও কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউছুপ মাতব্বর। তিনি বলেন, সংস্কৃতি চর্চার নামে আজ অপসংস্কৃতির চর্চাই বেশি হচ্ছে। সুস্থ নির্মল জাতীয় চেতনাম-িত ইসলামী সংস্কৃতি বিকশিত করে যুবসমাজকে আদর্শিক পথে ধরে রাখতে হবে। উদ্বোধনী বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি উত্তর জেলা সহ-দাওয়াতে খায়র সম্পাদক সেকান্দর হোসেন চৌধুরী। তিনি বলেন, মরহরম মাস শোক ও বেদনার মাস। সৃষ্টি জগতের সূচনা হয়েছে এই মাসে। এই বসুন্ধরার বিলয়ও ঘটবে এই মাসে। আশুরা দিবসে আহলে বায়তে রাসুলের (দ.) সদস্যদের ওপর ইয়াজিদি নির্মমতার কথা জেনে আমরা শোকাতুর হয়ে পড়ি। এই শোককে শক্তিতে পরিণত করে কারবালার চেতনায় আমাদের বলীয়ান হতে হবে। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাবেক সভাপতি এইচ এম শহীদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর ইউনিয়ন গাউছিয়া কমিটির সভাপতি ছালেহ আহমদ সওদাগর, রাজানগর গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক ইলিয়াস চৌধুরী, মুহাম্মদ আবুল মুতালেব, ব্যবসায়ী আল আজাদ টিপু, যুবনেতা মোহাম্মদ হোসাইন, যুবনেতা শাহেদুল আলম শাহেদ, এডভোকেট রাশেদ পারভেজ, হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উপদেষ্টা আব্দুল খালেক তালুকদার, মুহাম্মদ আইয়ুব, মুহাম্মদ আজিজুল হক, মহাম্মদ জমির উদ্দিন, ওবাইদুল কাদের, আহবায়ক নেজাম উদ্দিন, আব্দুল্লাহ আল-ইমরান প্রমুখ। অনুুুষ্ঠানে মনোমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে রজভীয়া নুরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরাম, ইমাম শেরে বাংলা (রহ.) ইসলামী সাংস্কৃতিক ফোরাম এবং আল আমিন ইসলামী সাংস্কৃতিক ফোরামের শিল্পীবৃন্দ হামদ-না’ত এবং ইসলামী গজল পরিবেশন করেন।

গাউসুল আজম সুলতানপুরী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ: পরিষদের উদ্যোগে পটিয়ার হাইদগাঁও মুজিবনগর বাইতুজ জাকেরীন সাতগাছিয়া দরবারে গত ৬ সেপ্টেম্বর ওরশ অনুষ্ঠিত হয়। আল্লামা সৈয়্যদু শেখ আবু মোহাম্মদ আরেফ বিল্লাহ সুলতানপুরীর (ক.) ১৪তম ওরসে আলোচনা ও আখেরি মোনাজাত করেন আল্লামা শেখ সৈয়দ ফরমান উল্লাহ সুলতানপুরী। বিশেষ অতিথি ছিলেন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী, মাওলানা কাজী হাফেজ আহমদ আল কাদেরী ও মাওলানা সৈয়দ আহমদুল হক। এতে কর্মসূচির মধ্যে ছিল মেহফিলে সেমা, সালাতুত তাহাজ্জুদ, মিলাদ মেহফিল, আখেরি মুনাজাত ও নেয়াজ বিতরণ। ওরসে মাদরাসা এতিমখানা পরিচালনা কমিটির পক্ষ থেকে থেকে দুইজন হাফেজকে দস্তারবন্দী ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুহাম্মদ ফজল সওদাগর, আব্দুল খালেক চেয়ারম্যান, মোহাম্মদ নুরুল ইসলাম, মাওলানা হাফেজ মুহাম্মদ ফারুক আল-কাদেরী, মোহাম্মদ আবু তৈয়ব, ডা. এম এ হোসেন, ইঞ্জিনিয়ার জাকের, মাওলানা ইয়াছিন, আবুল হাশেম মতি মেম্বার, মুহাম্মদ নাজিম উদ্দিন প্রমুখ।

গাউসিয়া কমিটি সুলতানপুর দক্ষিণ ও জলিলনগর শাখা: রাউজানের নিজস্ব সংবাদদাতা জানান, যৌথ ব্যবস্থাপনায় তৈয়ব শাহ (র.)’র সালানা ওরশ মোবারক উপলক্ষে মাহফিল এবং জলিলনগর শাখার নতুন কমিটির অভিষেক গত শুক্রবার রাতে খানকায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী। সভাপতিত্ব করেন আলহাজ নুরুল আমিন সওদাগর। মাওলানা জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন আলহাজ শাহা আলম সওদাগর, আলহাজ নুরুল হুদা, মোজাফফ্র আহমদ, আবদুর রহমান পাভেল, আলহাজ সেলিম খান, মিজানুর রহমান, রুহুল আমিন চৌধুরী, আবদুর রহিম, আলহাজ নাহিম উদ্দিন খোকন, আলহাজ আবুল হোসাইন বাবু, জাহাঙ্গীর আলম, হারুন কোম্পানি, মোসাদ্দেক টিটু, শাহাজাহান তালুকদার, মোরশেদ আলম, সাহেদ আলী, সাবরিয়াত ইসলাম, মাওলানা আবদুস সালাম, শাহেদুল ইসলাম, সাহাবুদ্দিন, শহিদুল্লাহ, সোহেল, ফোরকান, সোহেল প্রমুখ। এতে জলিল নগর শাখার নব-নির্বাচিত পরিষদকে শপথ পাঠ করান মাওলানা জসিম উদ্দিন।

গাউসিয়া কমিটি উরকিরচর ইউনিয়ন শাখা: রাউজানের নিজস্ব সংবাদদাতা জানান, সংগঠনের উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে ও আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (র.)’র সালানা ওরশ মোবারক উপলক্ষে মাহফিল, খতমে কোরআন, ফ্রি খত্না, খতমে গাউসিয়া, দুস্থ মানুষের মাঝে চাল বিতরণ এবং অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। ৮ সেপ্টেম্বর রবিবার রাতে আলামিয়া হাটের পার্শ্বস্থ ময়দানে অনুষ্ঠিত মাহফিলের উদ্বোধক ছিলেন ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল। প্রধান অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুহাম্মদ জসিম উদ্দিন আল আযাহারী। সংগঠনের সভাপতি মুহাম্মদ মফিজুল আলম শাহের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটির চট্টগ্রাম উত্তরজেলার সাধারণ সম্পাদক আলহাজ এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ বক্তা ছিলেন শাহের মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন কাদেরী। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক হাফেজ মুহাম্মদ সালাউদ্দিন ও সচিব মুহাম্মদ আমান উল্লাহ আমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাজনীতিক শফিউল আলম, আবু বক্কর সওদাগর, এস.এম রেজাউল করিম, আহমদ সৈয়দ, জাহেদুল ইসলাম, মুহাম্মদ হানিফ, ডা. নজরুল ইসলাম, কামাল উদ্দিন। আমন্ত্রিত অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা এস.এম হারুনুর রশীদ, হাবিবুল ইসলাম চৌধুরী, অধ্যাপক সৈয়দ জামাল উদ্দিন, অহিদুল আলম শাহ্ সুজন, অধ্যক্ষ ওমর ফারুক, মাওলানা শওকত হোসাইন রেজভী, জাহেদুল হক, জাহাঙ্গীর আলম, শফিউল আজম কোম্পানী, ফজল আকবর প্রমুখ।
চরণদ্বীপ দরবার শরীফ: গাউছিয়া রহমানিয়া বশরিয়া শহীদিয়া ত্বরিকত কমিটির ব্যবস্থাপনায় আহ্লে বাইতে রাসুল (সা.) স্মরণে ৩ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহ্ফিল ৮ সেপ্টেম্বর বাদ আছর শুরু হয়েছে। বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ দরবার শরীফের শাহী ময়দানে শুরু মাহফিলের উদ্বোধন করেন চরণদ্বীপ দরবার শরীফের নায়েবে মোন্তাজেম হযরতুল আল্লামা শাহ্জাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ্ ফারুকী (ম.জি.আ)। এতে ছদারত ও মোনাজাত পরিচালনা করেন দরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ শাহ্সুফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.জি.আ)। মাহফিলের উদ্বোধনী দিনে ধর্মীয় আলোচনায় অংশ নেন উরকিরচর গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা হাছান রেজা আল-কাদেরী ও চরণদ্বীপ রজভীয়া ফাজিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস হযরতুলহাজ্ব মাওলানা ইছহাক আনসারী। বক্তব্য রাখেন গাউছিয়া রহমানিয়া বশরিয়া শহীদিয়া ত্বরিকত কমিটির সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক এম. দিদারুল আলম মানিক। না’ত পরিবেশন করেন জামেয়া আহ্মদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী মুহাম্মদ মুনির উদ্দিন মারুফ। মাহফিল পরিচালনা করেন পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান মাওলানা মুহাম্মদ এনামুল হক কুতুবী। শোহাদায়ে কারবালা মাহফিলে অনেক ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটে।

হিজরি নববর্ষ উদযাপন পরিষদ বরকল-বরমা ইউনিয়ন শাখা: যৌথ উদ্যোগে হিজরি নববর্ষ ১৪৪১ উদযাপন ও শোহদায়ে কারবালা স্মরণে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে চন্দনাইশের বরমা ডিগ্রি কলেজ মিলনায়তনে গত ৬ সেপ্টেম্বর। আহ্বায়ক মুহাম্মদ মামুন উদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ কমর উদ্দীন সবুর। উদ্বোধক ছিলেন চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক আলহাজ মাকসুদুর রহমান। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ আবু তালেব বেলাল। সংবর্ধিত ছিলেন ছাত্রনেতা জি এম শাহাদাত হোসেন মানিক। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সদস্য সচিব হাজী মুহাম্মদ ফেরদৌসুল আলম। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা ইসলামী ফ্রন্ট’র সভাপতি অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী, চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মো. নুরুল আবছার চৌধুরী, আল্লামা ক্বারী ফেরদৌসুল আলম খান আলকাদেরী, আওয়ামী লীগ নেতা জাবেদ মো. গাউস মিল্টন, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, শিক্ষানুরাগী মুহাম্মদ মঈনউদ্দীন রূপন, আলহাজ মুহাম্মদ নজরুল ইসলাম, হাজী শের আলী খান, মাওলানা মুহাম্মদ জামাল উদ্দীন আল-কাদেরী, মাওলানা মো. আব্দুল মান্নান চৌধুরী, ইঞ্জিনিয়ার নাজিম উদ্দীন, সংগঠক জসিম উদদীন সাগর, মাওলানা আনোয়ার হোসেন ও মাওলানা মোহাম্মদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরকান হামিদ আজাদ। বক্তব্য রাখেন মাওলানা মাহবুবুল আলম, মুহাম্মদ আব্দুল মতিন, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা মুহাম্মদ শরফুদ্দীন নিজামী, আলহাজ আলী আক্কাস, মাওলানা রুহুল আমিন কাদেরী, মো. শহিদুল ইসলাম, যুবনেতা এনামুল হক এনাম, সরওয়ার কামাল লিটন, মুহাম্মদ ওসমান শাহাদাত, মাহবুবুল আলম, মুহাম্মদ আব্দুল মতিন, মোরশেদুল আলম টিপু, মাওলানা মুহাম্মদ সাইফুদ্দীন, মাওলানা মুহাম্মদ কমরুদ্দীন নূরী, মাওলানা আবু ইউসুফ নূর, শায়ের নাজিম উদ্দীন, শায়ের ওসমান গনি, আলহাজ আলী আকবর, আবু ইউসুফ তালুকদার, হাফেজ মুহাম্মদ সেকান্দর ইসলাম, ছাত্রনেতা আবদুল মুবিন, শায়ের ফয়সাল হামিদ প্রমুখ। এতে বিভিন্ন ইসলামী শিল্পী গোষ্ঠী ও শায়েরবৃন্দ হামদ না’ত পরিবেশন করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট