৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১০:১১ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
নগরীর খুলশী থানা এলাকা থেকে দেশীয় তৈরি বন্দুক ও কার্তুজসহ গণধর্ষণ, ডাকাতিসহ এক হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশে (দক্ষিন) সদস্যরা। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খুলশী থানাধীন টিভি ভবনের সামনে অভিযান চালিয়ে মোহাম্মদ সুমন প্রকাশ লম্বা সুমনকে (৩৬) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি থ্রী কোয়ার্টার বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সুমন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন নওয়াগাঁও গ্রামের আব্দুল মালেকের ছেলে। তার বিরুদ্ধে নগরীর খুলশী থানায় গনধর্ষণের, পাহাড়তলী থানায় ডাকাতি ও আকবরশাহ থানায় হত্যা মামলাসহ সরকারি কাজে বাধা প্রদানের একটি মামলা রয়েছে বলে জানান নগর গোয়েন্দা বিভাগের (দক্ষিণ) পরিদর্শক দেব প্রিয় দাশ।
তিনি পূর্বকোণকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরী থ্রী কোয়াটার বন্দুক ও ২টি কার্তুজসহ সুমন প্রকাশ লম্বা সমুনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নগরীর খুলশী, আকবর শাহ ও পাহাড়তলী থানায় গণধর্ষণ ও ডাকাতির অভিযোগে তিনটি মামলা রয়েছে। তাকে আজ আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।’
পূর্বকোণ/আল-আমিন
The Post Viewed By: 382 People