চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পটিয়ায় কিশোর গ্যাংয়ের খপ্পরে কলেজ ছাত্র

ছুরির ভয় দেখিয়ে টাকা আদায়

নিজস্ব সংবাদদাতা , পটিয়া

৯ সেপ্টেম্বর, ২০১৯ | ২:১৪ পূর্বাহ্ণ

পটিয়া পৌর সদরে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের খপ্পরে পড়েছেন শিকলবাহা এজে চৌধুরী ডিগ্রি কলেজের এইচএসসি ১ম বর্ষের এক ছাত্র। রবিবার সকালে পটিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে একটি কোচিং সেন্টারে ভর্তি হতে এলে কিশোর গ্যাংদের কবলে পড়ে। এক পর্যায়ে সকাল সাড়ে ৭টায় ওই ছাত্রকে তুলে নিয়ে পৌর সদরের শ্রীমাই ব্রিজের পাশে নির্জন এলাকায় নিয়ে ছুরি ধরে প্রথমে ৫ হাজার টাকা দাবি করে। ওই ছাত্রের কাছে টাকা না পাওয়ায় কিশোর গ্যাং চক্র ছুরি ধরে তার পিতা পিযুষ কান্তি মিত্রকে ফোন করার জন্য বাধ্য করে। এক পর্যায়ে ‘বিকাশ’ নাম্বারের মাধ্যমে (০১৮১২-৫২৭১৭৯) টাকা পাঠানোর জন্য তার পিতাকে চাপ দেয়। পরে তার পিতা ১ হাজার ৫শ টাকা পাঠালে শান্তুনুকে মারধর করে মোবাইল ফোন সেট কেড়ে নিয়ে ছেড়ে দেওয়া হয়। কলেজ ছাত্র শান্তুনুর পিতা বাদি হয়ে পটিয়া থানায় অভিযোগ দিলে
। ১১ পৃষ্ঠার ৫ম ক.

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং অপরাধের সঙ্গে সম্পৃক্ত যুবকদের শনাক্ত করতে চেষ্টা করছে। এর আগে পটিয়া রাহাত আলী স্কুল ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক পটিয়া মহিলা শাখা এলাকায় বোয়ালখালী এলাকার মানিক নামের এক যুবক থেকেও ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটায়। যা পুলিশের কাছে ভিডিও ফুটেজ সংগ্রহ রয়েছে। পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, কিশোর গ্যাংকের নামে ইদানিং পটিয়ায় কিছু যুবক বিশৃঙ্খলা শুরু করেছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানার সকল অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে এসব কিশোরদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট