চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

মহেশখালীর মাতারবাড়িতে হবে নতুন ফায়ার স্টেশন

নিজস্ব সংবাদদাতা , মহেশখালী

৯ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০৫ পূর্বাহ্ণ

মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নে হতে যাচ্ছে আধুনিক ফায়ার স্টেশন। যেটি দেশের বৃহত্তর কয়লা বিদ্যুৎ প্রকল্পের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতেই নির্মাণ করতে উদ্যোগ নিয়েছে সরকার। যার সুফল পাবেন স্থানীয়রাও। ফলে দীর্ঘদিন পর হলেও এলাকার বাসিন্দাদের একটি প্রাণের দাবি বাস্তবায়ন হতে যাচ্ছে। জানা গেছে, স্থানীয় চেয়ারম্যান মাস্টার মো. উল্লাহ মাতারবাড়ীতে একটি আধুনিক ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য আশেক উল্লাহ রফিক এমপিসহ প্রশাসনের উচ্চ পর্যায়ে দাবি তুলেন। ফায়ার স্টেশনের সম্ভাব্য জায়গা পরিদর্শন করেছেন উচ্চ পর্যায়ের একটি টিম। গত ৭ সেপ্টেম্বর স্থান নির্ধারণে এসেছিলেন, আধুনিক ফায়ার সার্ভিস স্টেশনের প্রকল্প পরিচালক শহীদ আতাহার, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. জামিরুল ইসলাম, কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল মালেক, মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঙ্গজায় মার্মা, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ,কানুনগো আবদুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট