চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

বিজিএমইএ ফোরাম চট্টগ্রামের মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক

১ ডিসেম্বর, ২০২৩ | ১০:২৭ অপরাহ্ণ

বিজিএমইএ ফোরাম চট্টগ্রামের মতবিনিময় সভা গতকাল শুক্রবার নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্যানেল লিডার ফয়সাল সামাদ।

এতে উপস্থিত ছিলেন ফোরাম সহ-সভাপতি মো. ফেরদৌস, সেক্রেটারি জেনারেল মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন, সাইফুল্লাহ মানসুর, এনামুল আজিজ চৌধুরী, আরশাদুর রহমান, আকবর আলী খোকন, বশির উদ্দিন আহমেদ, রিয়াজ ওয়াইজ, মোহাম্মদ তসলিম, মোহাম্মদ রিফাত, মো. ইশা, সুমন প্রমুখ। মতবিনিময় সভায় গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। একইসঙ্গে বক্তারা গার্মেন্টস শিল্পের এই ক্রান্তিলগ্ন থেকে উত্তোরণে বিজিএমইএ ফোরামকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান।

পূর্বকোণ/এএইচ/ আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট