চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বান্দরবানে বিভাগীয় কমিশনার

দেশকে এগিয়ে নিতে সবাইকে এক সাথে কাজ করতে হবে

নিজস্ব সংবাদদাতা , বান্দরবান

৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, ভবিষ্যতের দিকে তাকিয়ে বর্তমান উন্নয়নই হলো টেকসই উন্নয়নের অভিষ্ট লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একার চেষ্টায় এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়।

এই উন্নয়ন করতে হবে সবাইকে নিয়ে। বিশেষ করে পিছিয়ে পড়া এবং প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে। গতকাল রবিবার বিকেলে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। জেলা প্রশাসক দাউদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার প্রমুখ। সভায় বান্দরবানের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জনপ্রতিনিধি প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বিভাগীয় কমিশনার বান্দরবানের থানছি উপজেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। এছাড়া শহরের কাছে জেলা প্রশাসন পরিচালিত মেঘলা পর্যটন কেন্দ্রে একটি প্রকল্পের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট