চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

লালদিঘিতে কারবালা দিবসে সমাবেশ করবে সুন্নি আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৩ পূর্বাহ্ণ

ঐতিহাসিক শাহদাতে কারবালা দিবসের স্মরণে আগামীকাল মঙ্গলবার নগরীর লালদীঘি ময়দানে সকাল ১০টা থেকে সমাবেশ করবে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব। গতকাল রবিবার চট্টগ্রাম প্রেসক্লাবের এস এম রহমান হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি উপ মহাসচিব ও নগর কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক সায়ফি বলেন, শাহাদাতে কারবালার খুনী সত্যবিরুদ্ধ ও জীবনের স্বাধীনতা হরণকারী স্বৈরচক্র এখনও ইসলামের নামে বেনামে সক্রিয় আছে। ইসলামের ছন্দনামধারী বাতিল ফেরকা ওয়াবি-সালাফী-শিয়া-খারেজ-মওদুদীবাদী ঈমান ও দ্বীন বিকৃতকারী সম্প্রদায় এ মহান শাহাদাতের শিক্ষা- চেতনা-আদর্শ বিলুপ্তি করে বিপরীত ধারা কায়েমের চেষ্টা করে আসছে। মহান শাহাদাতের এ শিক্ষা চেতনা ও আদর্শের বিপরীতে সত্য ও মানবতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। খেলাফতে ইনসানিয়াত গড়ে তোলার লক্ষ্যে ১০ সেপ্টেম্বরের এই সমাবেশ বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে বিশ্ব সুন্নি আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি আল্লামা আবু আরেফ সারতাজ, ড. আল্লামা অধ্যাপক কাউসার আমীন, চট্টগ্রাম নগর কমিটির সহসভাপতি হাফেজ মাওলানা ইলিয়াস শাহ, কেন্দ্রীয় সদস্য আবদুল আওয়াল কাদেরী, আল্লামা রেজাউল মোস্তফা কাউসার, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য শেখ নঈমুদ্দীন, সাবিনা সায়দাত সাফা, নগর কমিটির সহসভাপতি আবদুল বারিক, মারুফ উদ্দীন ও অধ্যাপক মোকাররম হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট