চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নগরীতে বিজ্ঞান সমাবেশে মুনীর চৌধুরী

জ্ঞান বিজ্ঞানের চর্চায় জীবন গড়ার আহবান

নিজস্ব প্রতিবেদক

৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫২ পূর্বাহ্ণ

নগরীর নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ভিত্তিক কর্মসূচির আয়োজন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে একটি ভ্রাম্যমাণ মিউজুবাস আনা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এ অনুষ্ঠানের আয়োজন করেছে। গতকাল রবিবার এ অনুষ্ঠানে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী মিউজুবাসে ঢুকে বিজ্ঞান সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করে ব্যবহারিক বিজ্ঞান, পূঁথিগত বিজ্ঞানের বাইরে এসে ব্যবহারিক বিজ্ঞানের সাথে তারা সম্পৃক্ত হয় এবং সারাদিন এটি উপভোগ করে এবং তাদের মধ্যে একটি বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী ১২ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুরাইয়া ইয়াসমিন, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘পূঁথিগত জ্ঞান অর্জনের মধ্যে থেকে বেরিয়ে বাস্তব জ্ঞানের সাথে সম্পর্কিত হতে ছাত্রছাত্রীদের জীবন গড়তে স্বশিক্ষাই শিক্ষিত হতে হবে। পরিবেশ দূষণ থেকে মুক্ত থাকতে হবে, পলিথিন, প্লাস্টিকের জীবন থেকে বেরিয়ে আসতে হবে। রাস্তার খোলা খাবারের নেশা থেকে বেরিয়ে আসতে হবে এবং অনেক বড় বড় অনুসন্ধানী মন নিয়ে সৃজনশীলতাকে গ্রহণ করতে হবে এবং স্কুলের পরিবেশকে পরিছন্ন রাখতে হবে। নিজের হাতেই নিজের স্কুলকে পরিছন্ন রাখবে। শিক্ষক এবং অভিভাবকের নির্দেশনা মেনে চলবে, সময়ানুবর্তিতা মেনে চলার পাশাপাশি অনেক বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান বিজ্ঞানের জগৎকে খুলে দিতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে হবে প্রযুক্তি দিয়ে, পরিবেশ দূষণ, দুর্নীতি দমন এবং উন্নয়নের পথে আগাতে হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট