চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে জাপানি ভার্সিটির শিক্ষকবৃন্দ

৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫২ পূর্বাহ্ণ

জাপানের কিয়ুশু ইউনিভার্সিটির ডিজাইন স্কুল ও প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগ যৌথভাবে গত ৭ সেপ্টেম্বর চট্টগ্রামের বহু ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছে। এসব স্থাপনার মধ্যে মহসিন কলেজের পর্তুগিজ ভবন, জেলা জজের বাসভবন, চট্টগ্রাম কোর্ট বিল্ডিং, চট্টগ্রাম কলেজের রেড বিল্ডিং, বাংলাদেশ রেলওয়ে-চট্টগ্রামের সিআরবি, জিএম বাংলো, চীফ কমার্শিয়াল ম্যানেজারের ক্লেইমস অফিস এবং চট্টগ্রাম সার্কিট হাউজ প্রভৃতি উল্লেখযোগ্য। বস্তুত চট্টগ্রাম শহরের ঐতিহাসিক স্থাপনাগুলো এখন কী অবস্থায় আছে, যেগুলো টিকে আছে সেগুলো কিভাবে সংরক্ষণ করা যাবে, সেই বিষয়ে গবেষণার উদ্দেশ্যে উভয় ইউনিভার্সিটি এই পরিদর্শন করে। পরিদর্শনে জাপানের কিয়ুশু ইউনিভার্সিটির ডিজাইন স্কুলের পক্ষ থেকে সহযোগী অধ্যাপক টমো ইনয়ি, শিক্ষার্থী মানাবে, হারাটাকে ও ওয়াটানাবে প্রমুখ উপস্থিত ছিলেন। প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের পক্ষ থেকে পরিদর্শনে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান স্থপতি সোহেল এম শাকুর, সর্বস্থপতি ফয়সাল হুদা, কুহেলী চৌধুরী, ওবাইদুল হক, প্রিনিয়া আব্বাসি খানম, আলী আকবর রাজন, মেহেনাজ হাসান প্রমুখ শিক্ষকবৃন্দ এবং বেশ কয়েকজন সিনিয়র শিক্ষার্থী। উল্লেখ্য, জাপানের কিয়ুশু ইউনিভার্সিটির ডিজাইন স্কুল ও প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের এই যৌথ পরিদর্শন আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট