চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বর্হিবিভাগ থেকে একজন দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২০ নভেম্বর) দুপুরে পৌণে ১টায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দালাল পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়েনের ডেঙ্গাপাড়া এলাকার রশিদ আহমদের মেয়ে লায়লা নাসরিন আহমেদ (৩৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি বলেন, ‘আজ দুপুরে বর্হিবিভাগ থেকে এক নারী দালালকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার পর আদালতে পাঠানো হয়েছে।’
পূর্বকোণ/পিআর/এসি