চন্দনাইশ থানার অর্ধলক্ষ ইয়াবা উদ্ধারের মামলায় তিনজনের যাবজ্জীবন দিয়েছে চট্টগ্রাম ২য় অতিরিক্ত দায়রা জজ আদালত। রবিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সরওয়ার আলম এ রায় দেন। একই রায়ে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন: নয়ন মজুমদার (৩৬), বেলায়েত হোসেন (৪৩) ও মো. সফিউল হক প্রকাশ ইমন (২২)
রাষ্ট্র পক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আইনজীবী পিটু কুমার শীল পূর্বকোণকে জানান, ২০২১ সালের ১৪ জুন রাতে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে দোহাজারী পৌরসভার রাস্তায় পুলিশ চেক পোস্টে কাভার্ডভ্যান থেকে ৫০ হাজার ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। সেই মামলায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
পূর্বকোণ/আরআর/পারভেজ