চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এমপি’র গ্যারেজে গুলি করে চালক হত্যা

খুনি নিজেই খুঁজে দিল খুনে ব্যবহৃত পিস্তল

সীতাকুণ্ড সংবাদদাতা

৮ সেপ্টেম্বর, ২০১৯ | ১০:৫৭ অপরাহ্ণ

সীতাকুণ্ডে প্রকাশ্য দিবালোকে এমপির গ্যারেজে লরি চালক হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি মাসুম হত্যায় ব্যবহৃত পিস্তল নিজেই খুঁজে দিলো পুলিশকে। শনিবার (৭ সেপ্টেম্বর) মাসুম রিমান্ডে পুলিশকে অস্ত্রটির বিষয়ে স্বীকারোক্তি দেয়ার পর পুলিশ তাকে নিয়ে রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সলিমপুর পোর্ট কানেকটিং সড়ক সংলগ্ন পেপারুর তেলের দোকানের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখা পিস্তলটি উদ্ধার করে। এ বিষয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
সীতাকুণ্ড থানা সূত্রে জানা যায়, ২৮ আগস্ট দুপুর আনুমানিক আড়াইটায় সলিমপুর পোর্ট কানেকটিং রোড এলাকায় ওশান মেরিনের পূর্বপাশের্ ড্যাবের লরি চালক মো. শাহাজাহান সাজুর (৪৮) সাথে বাকবিতণ্ডার জেরে গ্যারেজের ফোরম্যান সীতাকুণ্ডের উত্তর সলিমপুর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম আবুর ছেলে মো. মাসুম (২৮) তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী শাহিদা আক্তার বাদি হয়ে মাসুমের বিরুদ্ধে মামলা দায়ের করলে ৪ সেপ্টেম্বর মাসুম চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্নসমর্পণ করে।
এরপর মামলার তদন্তকারী অফিসার এসআই মো. সাইফুল আলম মাসুমকে ১০ দিনের রিমান্ডে আনার আবেদন করলে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৫ সেপ্টেম্বর তাকে রিমান্ডে আনে পুলিশ। সেই থেকে টানা জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তৃতীয় দিন শনিবার রাতে মাসুম হত্যায় ব্যবহৃত পিস্তলটি তার কাছে আছে বলে স্বীকার করে। পরে রাত সাড়ে ১১টায় পুলিশ তাকে নিয়ে অভিযান চালালে মাসুম ঘটনাস্থল ড্যাব গেরেজের পাশে পেয়ারুর তেলের ডিপোর পেছনের ঝোপের ভেতর থেকে কালো পলিথিন মোড়ানো অবস্থায় রাখা পিস্তলটি নিয়ে পুলিশকে দেয়।
সে পুলিশকে আরো জানায় পিস্তলটি চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদের মো. সোহেল ওরফে মালটু সোহেলের কাছ থেকে সে নিয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, পিস্তলটি উদ্ধারের পর মাসুমের বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের হয়েছে।

 

 

পূর্বকোণ/ এস- ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট