চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবেলায় প্রস্তুত রেড ক্রিসেন্ট

বিজ্ঞপ্তি

১৭ নভেম্বর, ২০২৩ | ৮:২২ অপরাহ্ণ

মিধিলি ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে আজ শুক্রবার (১৭ নভেম্বর) যুব রেড ক্রিসেন্ট কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

 

সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামের দিক নির্দেশনায় এবং জেলা সেক্রেটারি মো. আসলাম খানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য শাহাদাত হোসেন রুমেল, মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের উপ যুব প্রধান-১ কৃষ্ণ দাশ, আইসিটি, মিডিয়া ও কমিউনিকেশন বিভাগীয় প্রধান অভিষেক চৌধুরী।

 

ঘূর্ণিঝড় মোকাবেলায় সমুদ্র উপকূলীয় সন্দ্বীপ, সীতাকুণ্ড, মীরসরাই, কর্ণফুলী, বাঁশখালী ও আনোয়ারা উপজেলায় ঘূর্ণিঝড় পূর্ববর্তী সতর্কতা সংকেত প্রচার, আশ্রয়কেন্দ্রে বয়স্ক ও শিশু, গবাদি পশু সাইক্লোন সেন্টারে পৌঁছানোর ক্ষেত্রে সহায়তা প্রদান, মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা, ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

 

সার্বিক প্রস্তুতি নিয়ে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের কার্যালয়কে কন্ট্রোল রুম হিসেবে ঘোষণা করা হয়। ঘূর্ণিঝড়ে জরুরি বিষয়ে ও তথ্য প্রদানের লক্ষ্যে ০১৬২৫-৪৩২০৯৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট