চট্টগ্রাম মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

সর্বশেষ:

চান্দগাঁওয়ে সুতাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৩ | ৪:১৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট এলাকা থেকে ৩ হাজার ৬০০ কোণ সুতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- মো. আব্দুল গফুর (৪১), মো. শহিদুল ইসলাম (২৩) ও মো. বেলাল (৩৬)।

 

সোমবার (১৩ নভেম্বর) নগরীর বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির। তিনি জানান, অ্যামেরিকান এন্ড ইফার্ড বিডি লিমিটেড ওয়ার হাউজ থেকে ৮২৯৩ কোণ সুতা আত্মসাতের অভিযোগ করেন ওই কোম্পানির কর্মকর্তা মো. শামীম। এ ঘটনায় নগরীর বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩৬০০ কোন সুতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট