চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইউসুফ চৌধুরী ছিলেন অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও আধুনিকমনষ্ক মানুষ

নিজস্ব প্রতিবেদক

৮ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:২৪ অপরাহ্ণ

‘চট্টলদরদী ইউসুফ চৌধুরী ছিলেন একাধারে একজন অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও আধুনিকমনষ্ক মানুষ। ছিলেন রাজনৈতিক সচেতন এবং বহুমাত্রিক জ্ঞানের আঁধার। তাঁর মতো চট্টগ্রামের উন্নয়নের কথা বলার মতো সাহসী মানুষের এখন বড় অভাব। আলহাজ্ব ইউসুফ চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে দৈনিক পূর্বকোণ সেন্টারের ইউসুফ চৌধুরী সম্মেলনে কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তাগণ এসব কথা বলেন।

চিটাগং ডেইরি ফার্ম এসোসিয়েশেনের  উদ্যোগে এবং আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এফসিএমএ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাউদার্ন ইউনিভার্সিটির প্রাক্তন উপাচায নুরুউদ্দীন চৌধুরী, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য নীতীষ দেবনাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইফতেখার উদ্দীন চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টসের নির্বাহী পরিচালক বাবু শিশির দত্ত্, দৈনিক পূর্বকোণের প্রাক্তন বার্তা সম্পাদক নাসিরুদ্দিন চৌধুরী, দৈনিক প্রথম আলোর বার্তা সম্পাদক ওমর কায়সার, চিটাগং ডেইরী ফার্ম এসোসিয়েশনের সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক ও চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক মুজিবুল হক শুক্কুর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দি পূর্বকোণ লি.’র চেয়ারম্যান জসিম উদ্দীন চৌধুরী।

 

 

 

 

 

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট