বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম বলেছেন, রেড ক্রিসেন্টের কাজ হচ্ছে মানুষের যেকোন বিপদেই ঝাপিয়ে পড়া। বিপদ-দুর্যোগে সে আত্মীয় না শত্রু সেটি না দেখে কাজ করা। চট্টগ্রামে যারা দুর্যোগ-পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছেন আজ আমরা তাদের ৬ হাজার টাকা করে বিকাশে দিচ্ছি। আমি গর্ব করে বলবো- গাজায় প্রথম ঢুকতে দিয়েছে এই লাল জ্যাকেট পরা লোকদের। যদি আর্ত-মানবতার কাজ করতে চান তাহলে রেড ক্রিসেন্টের সদস্য হোন।
রবিবার (১২ নভেম্বর) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সহযোগিতায় ও চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি হাইজিন পার্সেল ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন। নগরীর আরবি কনভেনশন অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ২ হাজার ২৫০ পরিবারের মধ্যে নগদ ও বিকাশের মাধ্যমে ৬ হাজার টাকা করে ১ কোটি ৩৫ লাখ টাকা প্রদান করা হয়।
চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আলমগীর পারভেজের সভাপতিত্বে ও সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আব্দুল জব্বারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পরিষদের মো. মোশারফ হক চৌধুরী পাবেল, মো. ইমতিয়াজ, ইউনিট লেভেল অফিসার মো. আব্দুর রহিম আকন, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান মো. ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান প্রমুখ। বিজ্ঞপ্তি
পূর্বকোণ/এএইচ