চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

থানচি উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার

জনগণের কাছে সরকারি সেবা পৌঁছাতে কাজ করতে হবে

নিজস্ব সংবাদদাতা , থানচি (বান্দরবান)

৮ সেপ্টেম্বর, ২০১৯ | ২:৩৯ পূর্বাহ্ণ

বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছাতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নিরলসভাবে কাজ করতে হবে। শহুরে উন্নয়নের ছোঁয়া গ্রামে পৌঁছাতে এসডিজি বাস্তবায়নে সকলকে ভূমিকা পালন করতে যেন ভুল না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করুন। থানচি উপজেলা নিরক্ষর থাকবে না। শিক্ষাকে প্রধান্য দিয়ে ছোট ছোট প্রকল্প নিয়ে বাস্তবায়ন করলে অবশ্য লক্ষ্যে পৌঁছতে পারব। তিনি গতকাল শনিবার সকালে থানচি উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক মন্ডলী, সাংবাদিক ও সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন। থানচি উপজেলা প্রশাসনের আয়োজনে বান্দরবানে জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক (অতিরিক্ত সচিব) দীপক চক্রবর্তী, বান্দরবান পুলিশ সুপার মো. জাকের হোসেন, বিজিবি-৩৮ ব্যাটারিয়ান বলিপাড়া জোনের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর জাহাঙ্গির আলম, থানচি উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা, মহিরা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, রুমা উপজেলা নির্বাহী অফিসার সামশুল আলম ও থানচি উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল। আরও বক্তব্য রাখেন থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, তিন্দু ইউপি চেয়ারম্যান মং প্রু অং মারমা, হেডম্যান শিমন ত্রিপুরা প্রমুখ। সভার আগে থানচি থানা পুলিশ এসআই অনুপ কুমার দাশের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয় এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভাগীয় কমিশনার একটি বৃক্ষরোপণ করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট