চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কর্ণফুলীতে স্কুলফুটবল খেলায় মারামারি ১০ শিক্ষার্থী আহত

৮ সেপ্টেম্বর, ২০১৯ | ২:৩৫ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলায় স্কুলভিত্তিক ফুটবল খেলায় মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে প্রায় দশ শিক্ষার্থী। গতকাল (শনিবার) দুপুর বারোটার দিকে উপজেলার মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গুরুতর আহত জুলধা শাহ আমির উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী ওয়াহিদুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (শনিবার) সকাল দশটায় কর্ণফুলী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৪৮তম জাতীয় গ্রীস্মকালীন স্কুলভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করে কিছু ইভেন্ট উপভোগ করে চলে যান কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী। দুপুর বারোটার দিকে প্রতিযোগিতার অংশ হিসেবে জুলধা শাহ আমির উচ্চ বিদ্যালয় বনাম কালারপোল হাজি ওমরা মিয়া উচ্চ বিদ্যালয়ের মধ্যকার ফুটবল ম্যাচ চলছিল। বিরতির পর কালারপোল উচ্চ বিদ্যালয় এক গোল করলে উৎসাহী দর্শকরা বাকবিত-া থেকে মারামারিতে জড়িয়ে পড়েন। এতে প্রায় দশ শিক্ষার্থী আহত হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত জুলধা শাহ আমির উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী ওয়াহিদুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষার্থী ওয়াহিদুল ইসলামের দাদা দৈনিক পূর্বকোণকে জানান, কি কারণে মারামারির ঘটনা ঘটেছে জানি না। তবে আমার নাতি ওয়াহিদ বেশ আঘাত পেয়েছে। তার কাঁধের হাড় ভেঙে গেছে। মাথাও বেশ জখমপ্রাপ্ত হয়েছে। তাকে চমেক হাসপাতালের অর্থপেডিকস (২৬ নম্বার) ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ বলেন, কিছু বহিরাগত অতি উৎসাহী দর্শকের উস্কানিমূলক কথাবার্তা থেকে এ ঘটনার সূত্রপাত হয়। এতে আমাদের শিক্ষার্থীরা আহত হয়। খেলা আপাতত বন্ধ থাকবে। উপজেলাধীন স্কুলে শিক্ষকদের নিয়ে জরুরি মিটিং ডাকা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট