চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

চিটাগাং ডেইরি ফার্ম এসোসিয়েশনের সাধারণ সভা সম্পন্ন

৮ সেপ্টেম্বর, ২০১৯ | ২:১৯ পূর্বাহ্ণ

চিটাগাং ডেইরি ফার্ম এসোসিয়েশনের সাধারণ সভা হোটেল মিসকায় গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী। শুরুতে কুরআন তেলাওয়াত করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক, শোক প্রস্তাব পাঠ করেন যুগ্ম সম্পাদক শাহেদ আয়াতুল্লাহ খান। সভায় সংগঠনের সংবিধানের পরবর্তিত সংশোধনী নিয়ে আলোচনা শুরু হয় এবং সর্বসম্মতিক্রমে সংশোধিত সংবিধান সাধারণ সভায় পাস হয়। আর্থিক রিপোর্ট পেশ করেন আন্তর্জাতিক সম্পাদক আরেফিন এম. দোভাষ। আলোচনায় অংশ নেন

আবদুস ছবুর, মেজবাহ্ উদ্দিন, মালিক মোহাম্মদ ওমর, হারুন চৌধুরী, ছালেহ আহমদ, সোলায়মান, এয়ার মোহাম্মদ সাগর চৌধুরী, কাজী মোহাম্মদ ইকবাল, হোসেন, কাজী শাওন প্রমুখ।

সভায় তার বক্তব্যে সংগঠনের সভাপতি ডা. ম. রমিজউদ্দিন চৌধূরী খামারিদের আধুনিক খামার ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করতে বলেন। তিনি বলেন, যুগের সাথে তাল মিলিয়ে এই দেশে ডেইরি শিল্পকে টিকিয়ে রাখতে গেলে আমাদের দরকার আমাদের দেশের আবহাওয়ার সাথে মানানসই অধিক উৎপাদনশীল গাভী যা খামার ব্যবসাকে টিকে থাকতে সহায়তা করবে। তিনি আরও বলেন, পশু পালন এ দেশের মানুষের রক্তের সাথে মিশে আছে। তারা জানে কীভাবে পশু পালন করতে হয়। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ডেইরি শিল্পের খামারিরা যতটা সহায়তা পায় আমাদের দেশে তা পায় না। তিনি মনে করেন, পর্যাপ্ত সহযোগিতা পেলে আমাদের দেশ এ শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে এবং তিনি দৃঢ়তার সাথে আশা ব্যক্ত করেন চিটাগাং ডেইরি ফার্ম এসোসিয়েশন এই অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এটি ছিল কার্যত চিটাগাং ডেইরি ফার্ম এসোসিয়েশনের প্রথম সাধারণ সভা। এই সাধারণ সভার মধ্য দিয়ে চিটাগাং ডেইরি ফার্ম এসোসিশেন আশা ব্যক্ত করে আগামীতে সংগঠনের কার্যক্রম আরো নিয়মতান্ত্রিক এবং শক্তিশালীভাবে পরিচালিত হবে যা খামারিদের স্বার্থ সংরক্ষণে সমর্থ হবে। সবশেষে সভার সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি ডা. ম রমিজ উদ্দিন চৌধুরী।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট